ফেসবুক এ মনিটাইজেশন ছাড়াও টাকা ইনকাম করতে পারবেন

প্রিয় পাঠক ফেসবুক রিলস থেকে আপনারা যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কিভাবে ইনকাম করবেন সে পদ্ধতি বা উপায় খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই কনটেন্ট।আজকের এই কনটেন্টে ফেসবুকে শুধু রিলস থেকে নয় আরো যে অপশন থেকে টাকা ইনকাম করা যায় সে পদ্ধতি ও আজকে জানাবো।
ফেসবুক এ মনিটাইজেশন ছাড়াও টাকা ইনকাম করতে পারবেন
এবং ফেসবুক এ মনিটাইজেশন ছাড়া এই টাকা ইনকাম করতে পারবেন কিভাবে সে পদ্ধতিও আজকে জানাবো এই কনটেন্ট এর মাধ্যমে।ইনকাম করতে চান তাহলে ধৈর্য ধরে পোস্টটি পুরোটাই মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

বর্তমান এই তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুক থেকে কত ওভারে টাকা ইনকাম করা যায় তা ম্যাক্সিমাম লোকে জানে না বা ধারণা নেই।তাই আজকে আমি আজকের এই কনটেন্টে ফেসবুক প্রেমী ভাই ও বোনদের জন্য ইনকামের কিছু সোর্স নিয়ে হাজির হয়েছি।যা আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।ফেসবুক থেকে যে কত ভাবে টাকা ইনকাম করা যায় তা ম্যাক্সিমাম লোকে জানে না বা ধারণা নেই।


সো যারা অনলাইন থেকে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই কনটেন্টটি অনেক বেশি হেল্পফুল হবে।অর্থাৎ আপনি যদি গৃহিণী হন বা আপনি যদি স্টুডেন্ট ও হন বা আপনি যদি পার্মানেন্টলি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই কনটেন্টই আপনাকে অনেক বেশি হেল্প করবে।
  • ফেইসবুক থেকে ইনকামের সেরা পদ্ধতি
  • ফেইসবুক রিলস থেকে ইনকাম করার উপায়
  • ফটো আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম
  • ফেসবুক এ মনিটাইজেশন ছাড়াও টাকা ইনকাম করতে পারবেন
  • ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম

ফেইসবুক থেকে ইনকামের সেরা পদ্ধতি

ফেসবুক থেকে যে কত ভাবে টাকা ইনকাম করা যায় তা ম্যাক্সিমাম লোকে জানে না বা ধারণা নেই।সো যারা অনলাইন থেকে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই কনটেন্টটি অনেক বেশি হেল্পফুল হবে।অর্থাৎ আপনি যদি গৃহিণী হন বা আপনি যদি স্টুডেন্ট ও হন বা আপনি যদি পার্মানেন্টলি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই কনটেন্টই আপনাকে অনেক বেশি হেল্প করবে।

তো চলুন কথা না বাড়িয়ে কনটেন্টের মূল বিষয় আলোচনা করা যায়।বর্তমান সময়ে ফেসবুক থেকে আর্ন করার সবচেয়ে পপুলার ওয়ে হচ্ছে কনটেন্ট তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করা।অর্থাৎ আপনি ফেসবুকের জন্য যেকোনো ধরনের ভিডিও তৈরি করতে পারেন না।আপনার কাছে যে বিষয়টি বেশি ভালো লাগে আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করতে পারেন।

অর্থাৎ আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে ঘুরতে গিয়ে ব্লক তৈরি করবেন।আবার আপনি যদি চান প্রোডাক্ট এর ব্লগ তৈরি করে আয় করবেন।এখানে দুই ধরনের আয় হতে পারে এক আপনি যাদের প্রোডাক্টটি প্রমোট করবেন আপনাকে একটা টাকা দেবে।২ আপনে যে এই প্রোডাক্ট এর ব্লগ তৈরি করে আপনি পেজে আপলোড করলেন তো সেখান থেকে ভিউ আসবে আপনার মনিটাইজেশন অন হবে বাট এখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন।

মোটকথা হচ্ছে যে কনটেন্টি আপনার বেশি ভালো লাগবে সে বিষয়ে ব্লক তৈরি করতে পারবেন।আমি যে ধরনের কনটেন্ট তৈরি করতেছি আপনার যদি এটা ভালো লাগে তাহলে এ ধরনের কন্টেন্ট তৈরি করে ও টাকা ইনকাম করতে পারবেন না। আবার যদি আপনার ফোন লগইন ভালো লাগে তাহলে করতে পারেন।আবার আপনি নিউজ রিলেটেড কোন কনটেন্ট তৈরি করেও ইনকাম করতে পারবেন।

মোট কথা হচ্ছে হাজার হাজার নিস আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়েই ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করে মনিটাইজেশন থেকে টাকা আর্নকরতে পারবেন।আপনার যদি ফেসবুক পেজ থাকে অথবা প্রোফাইলে প্রফেশনাল মোড অন থাকে তাহলে কিন্তু আপনি রিল থেকে টাকা ইনকাম করতে পারবেন।


এতদিন যারা tiktok এ ফ্রিতে ভিডিও আপলোড করেছেন মানে কোনরকম টাকা পয়সা ছাড়াই কষ্ট করে এত এত গ্যাজেট কিনে টাকা পয়সা নষ্ট করে ভিডিও আপলোড করেছেন।এই ভিডিও গুলোই আপনার রিল সে আপলোড করেন তাহলে দেখবেন রাতারাতি একটি সাফল্য পেয়ে গেছেন।কেননা রিল্সের ভিডিও গুলো খুব তাড়াতাড়ি ভিউ করে।বর্তমানে কারা ফেসবুকে সবচেয়ে বেশি আর্ন করে জানেন।যারা ফেসবুকে প্রোডাক্ট সেল করে।

ফেইসবুক রিলস থেকে ইনকাম করার উপায়

ফেসবুকে এখন বলতে পারেন টাকার খনি।কেন আমি ফেসবুকে টাকার খনি বললাম চলুন প্রুফ করে দেখাই।আপনারা কিভাবে পার্সোনাল প্রোফাইল থেকে টাকা ইনকাম করবেন কিভাবে প্রফেশনাল মোড অন করবেন চলুন দেখে নেওয়া যাক।শুরুতেই আপনাকে আপনার ফেসবুকের প্রফেশনাল মোড অন করতে হবে।এর জন্য সরাসরি ফেসবুকের অ্যাপস এ চলে যেতে হবে।

অ্যাপ এ আসার পর ডান পাশে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।তারপর বাম পাশে প্রোফাইল পিকচার প্লাস নামে ক্লিক করতে হবে।তারপর প্রোফাইল পিকচার যদি লক থাকে তাহলে আনলক করে নিতে হবে।আর যদি আনলক করা থাকে তাহলে কিছুই করতে হবে না।তারপর থ্রি ডট্সে একটি ক্লিক করতে হবে।

ক্লিক করার পরে নিচের দিকে দেখেন turn off professional mode এই অপশনটাতে একটি ক্লিক করি।তারপরে টান অন এখানে একটি ক্লিক দিব।তার কিছুক্ষণের মধ্যেই প্রফেশনাল মোড অন হয়ে যাবে।এখন ব্যাকে এসে যদি প্রোফাইলে ফলো বাটন দেখায় তাহলে বুঝতে হবে প্রফেশনাল মোড অন হয়ে গেছে।এখন প্রশ্ন হচ্ছে টাকা কিভাবে ইনকাম করব প্রমোশনাল মোড় থেকে।

এখন আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে।যারা tiktok এ কাজ করতে ছিলেন তারা এখানে রিলস ভিডিও আপলোড করবেন।প্রোফাইলে এসে দেখবেন সার্চ বাটনের বাম পাশের প্লাস আইকন রয়েছে।এখানে একটি ক্লিক দিতে হবে দিলে দেখবেন রিলস নামে একটি অপশন রয়েছে ওইখানে ক্লিক করবেন।

এখান থেকে এক মিনিটের কম যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিওগুলো আপলোড করবেন আপলোড করার সময় যে যে ভিডিও আপলোড করতেছেন সে রিলেটেড কিছু লিখবেন ডেসক্রিপশন বক্সে।ক্লিক করলে রিলস আপলোড হয়ে যাবে।সো এভাবে আপনি রেগুলার রিলস ভিডিও আপলোড করবেন।রিলস ভিডিওগুলো অবশ্যই নাইন ইজ টু সিক্সটি অনুপাতে আপলোড করবেন।অর্থাৎ ভিডিওটা করার সময় ক্যামেরাটা স্টেট সোজাভাবে ধরে করবেন।

ফটো আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম

ফেসবুকে ফটো আপলোড করে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন।সেটাই জানাবো আজকের এই কনটেন্টে।আপনার কি বিশ্বাস হয় ফেসবুকে ফটো আপলোড করেও টাকা ইনকাম হয়।হ্যা প্রিয় ভিউয়ার্স আজকের এই কনটেন্টে এমন একটি প্রসেস আপনাদেরকে দেখাবো,সেই প্রসেস ফলো করে ফেসবুকে আপনি কিন্তু ফটো আপলোড করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবেন।

সো কিভাবে ফেসবুকে ফটো আপলোড করলে টাকা ইনকাম হবে সেটা জানিয়ে দিই।প্রথমে আপনার ফেসবুকের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন।ওপেন করার পর বিভিন্ন ধরনের পোস্ট আপনার সামনে চলে আসবে।তার আগে আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করতে হবে।এরপর আপনার ফেসবুক এপ্লিকেশনে পছন্দমত ফটো আপলোড করবেন।

আপনার যে ফটো পছন্দ হবে সেই ফটোই আপনি আপনার ফেসবুক এপ্লিকেশনে আপলোড করতে পারবেন।আপনি বিভিন্ন ধরনের ফটো পোস্ট করবেন।এখন যে ফটোগুলো আপনার আইডিতে পোস্ট করবেন পোস্ট করার পর কিভাবে টাকা ইনকাম হবে চলুন সেটা জানিয়ে দেওয়া যাক।যখন আপনি ফটো আপলোড করবেন, ফটো আপলোড করার পর আপনার যে অডিওসগুলো রয়েছে তারা অবশ্যই কমেন্ট করতে আসবে।এখানে হচ্ছে মূল খেলা।

কমেন্ট করার সময় কমেন্ট বক্সে একটি স্টার চিহ্ন থাকবে ওইখান থেকে আপনার অডিয়েন্স রা স্টিকার সেন্ড করতে পারবে আপনার ফেসবুক পোস্টে।এই স্টার সেন্ড করার ফলে আপনি আপনার ফেসবুক থেকে ফটো আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।তার আগে একটি সত্য রয়েছে।ফেসবুক এপ্লিকেশন টা ওপেন করার পর আপনার ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পর মনিটাইজেশন অপশন থেকে স্টার অপশন সেটআপ করে নিতে হবে।তাহলে ফটো আপলোড করে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে।

ফেসবুক এ মনিটাইজেশন ছাড়াও টাকা ইনকাম করতে পারবেন

ফেসবুকে এসেছে নতুন সেটিং যে সেটিং চালু করলেই নাকি টাকা ইনকাম হবে।আপনি কি সেই সেটিংটি ফেসবুকে পেয়েছেন।হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস ফেসবুকে এসেছে নতুন সেটিং এই সেটিংটি চালু করলেই ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম হবে মানে ভিডিওতে এড শো করবে।আপনারা জানেন ভিডিওতে অ্যাড শো করা মানে টাকা ইনকাম হয়।

যাই হোক এটার বিস্তারিত জানতে পারবেন আজকের এই কনটেন্টে।প্রিয় ভিউয়ার্স আজকে আমরা প্রথমে জানব এই সেটিংটি কোথায় পাওয়া যায়।তার জন্য চলে আসুন আপনি আপনার ফেসবুকে।ফেসবুকে চলে আসার পর আসবেন আপনার মেনুতে,মেনু থেকে চলে আসবেন আপনার সেটিং অপশনে।সেটিং এ আসার পর একটু নিচে চলে আসবেন।


সেই সেটিংটির নাম ads in content that you've create।আপনি কি ফেসবুকে এই সেটিংটি পেয়েছেন কি না পান নি।অবশ্যই কমেন্ট করে জানাবেন।এই সেটিংটি যদি অবশ্যই অফ থাকে তাহলে অন করে দেওয়ার প্রয়োজন হবে।show ads on my videos।লেখা দেখেই তো বোঝা যাচ্ছে ভিডিওতে এড শো করবে।মোটকথা হচ্ছে আপনার মনিটাইজেশন এখনো চালু নেই তাহলে কি মনিটাইজেশন ছাড়াই কি টাকা ইনকাম হবে বা অ্যাড শো করবে।

হ্যাঁ অবশ্যই এই সেটিংটি চালু করলে আপনার মনিটাইজেশন ছাড়াই অ্যাড শো করবে এখন যে ভিডিও গুলো আপনি ফেসবুকে আপলোড করছেন।খুবই অবাক ব্যাপার না এমনকি প্রিয় ভিউয়ার্স ইনকাম হবে এড দেও তো শো করছে কিন্তু আপনি পাচ্ছেন না এখন পাবেন না মনিটাইজেশন অন হওয়ার আগে।

এজন্য আপনি যদি ইনকাম টি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করে মনিটাইজেশন অন করতে হবে তারপরেই আপনার সেই ইনকাম টি এড হবে।তো নতুন আপডেট কি এটা বোঝা গেল যে আপনার ভিডিওতে অ্যাড শো করবে কিন্তু আপনি ইনকাম তখনই করতে পারবেন যখন মনিটাইজেশন চালু হবে।এই বিষয়টি অনেকেই হয়তো বা ভুল বুঝতেছেন অথবা ভুল বুঝেছেন।সঠিকটা জানানোর জন্যই আজকের এই কডডিন্ট টি ছিল ধন্যবাদ সবাইকে।

ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম

এখন কিন্তু বর্তমানে ফেসবুক থেকে শুধুমাত্র ভিডিও আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে প্রতিমাসে।আপনিও চাইলে আপনার ফেসবুক আইডি থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ভিডিও আপলোড করে।আপনাদের ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডি থেকে কিভাবে টাকা ইনকাম করবেন।এর জন্য আপনার ফেসবুক আইডির প্রোফাইলে আসতে হবে,প্রোফাইলে আসার পর যে থ্রি ডট রয়েছে ওইখানে ক্লিক করবেন।

ক্লিক করার পর প্রফেশনাল মোড়টি অন করে নেবেন।এবং এখান থেকে বের হয়ে আসবেন।এরপর যে কাজটি করতে হবে আপনার ফেসবুক আইডির মধ্যে তিনটি অপশন চেক করে দেখতে হবে যেকোনো সমস্যা আছে কিনা।কেননা এই তিনটি অপশন যদি ঠিক থাকে তাহলে আপনিও আপনার ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন।এর জন্য প্রোফাইলে এসে ফ্রি লাইনে ক্লিক করবেন।

এরপর নিচে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন।এখানে ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্স দেখতে পাবেন এখানে ক্লিক করবেন।এখানে ক্লিক করার পরে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট about আদারস এবং ইউর এলার্ট এ দুটি অপশন চেক করে নেবেন।এখানে ক্লিক করা পরে যদি নো ভিলেশন এরম লেখা দেয় তাহলে বোঝবেন আপনার আইডিটি ইনকামের জন্য পারফেক্ট রয়েছে।

তোমার এলাটে ক্লিক করা পরে যদি নো রিপোর্ট লেখা দেয় তাহলে বুঝবেন এই অপশনটিও ঠিক রয়েছে।আবার এখান থেকে বের হয়ে আসবেন আশার পর ওপরে দেখবেন সেটিংস অপশন রয়েছে এই আইকনটিতে ক্লিক করবেন।এখানে ক্লিক করার পরে একটুও নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন পেজ নামক একটি অপশন রয়েছে পেজ এই অপশনটিতে ক্লিক করবেন।এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল রিকমেশন এর সাইটে ভিউ লেখা আছে এখানে ক্লিক করবেন।


ভিউতে ক্লিক করা পরে যদি প্রথমেই দেখতে পান রিকুমেন্টডাবল তাহলে বুঝে নেবেন আপনার আইডিটি ইনকামের জন্য উপযুক্ত রয়েছে।এবং তার নিচেই প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন।ক্লিক করার পর দেখতে পাবেন ইলজিবুল টু মনিটাজ যদি এভাবে লেখা থাকে তাহলে ১০০% আপনার আইডিতে মনিটাইজেশন পাবেন।তো আপনার আইডি যদি এখন এরকম থাকে তাহলে অবশ্যই আপনি কাজ করা শুরু করে দেন আজ থেকেই।আশা করি বুঝতে পারছেন তাই কনটেন্ট যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক আজকের এই কনটেন্ট থেকে আমরা জানতে পারলাম ফেসবুকে কিভাবে টাকা ইনকাম করা যায় এবং সেটা মনিটাইজেশন ছাড়াই।ফেসবুকে এমন অনেক উপায় রয়েছে যা মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করা যায়।শুধু টাকা ইনকাম করার জন্য আপনার মন-মানসিকতা এবং লক্ষ্য স্থির রেখে এটা করতে হবে।তাহলে অবশ্যই আপনি সফল হবেন ইনকাম করতে।তাই আজকের এই কনটের থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কনটেন্টটি শেয়ার করবেন।যাতে করে এই কনডেন পড়ে আরো লোকজন উপকৃত হতে পারে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url