যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে
প্রিয় পাঠক,গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটের কোন পাসে থাকে তা যান্তে চাছেন কিন্তু বিভিন্ন ওয়েব সাইট খুজাখুযি করার পরেও জানতে পারতেছেন্না তাদের জন্য আজকের এই কনন্টেট।আজকের এ কনটেন্টটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে খুব সহজে জানতে পারবেন আপনার গর্ভে অনাগত সন্তান কি আসতে চলেছে ছেলে না মেয়ে।
এবং যে সকল লক্ষণ দেখে বুঝবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে এ সম্পর্কেও জানানো হবে আজকের এই কনটেন্টে।তাই আজকের এই কনটেন্ট যদি পুরোটাই মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই আপনার এ সমস্যার সমাধান হয়ে যাবে।
ভূমিকা
বেশিরভাগ দম্পতিরায় জানতে চেয়েছেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে এটা চেনার উপায়।কেননা গর্ভবতী হওয়ার পর এটা খুব স্বাভাবিক যে মন জানতে চাই আমার গর্ভে যে শিশুটি বেড়ে উঠছে তা ছেলে না মেয়ে।আবার অনেকেই নাম নির্ধারণের জন্য বেশ কৌতু হলো হয়ে ওঠেন।তবে এটা শতভাগ নিশ্চিত করে বলা তো যাবে না এমনকি আল্ট্রাসান্ডের রিপোর্ট ও শতভাগ নিশ্চিত হয় না।
তবে অনুমান করা যায়।অনেক অংশে এই অনুমান টি সঠিক হয়।আশা করি আজকের এই কনটেন্টি পুরোটাই মনোযোগ সহকারে পড়লে আপনার মনে আর কোন প্রশ্ন থাকবে না।
- গর্ভের শিশুর হার্টরেট দেখে শিশুটি ছেলে নাকি মেয়ে তা কি বোঝা যায়
- গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: স্বাস্থ্য অধিদপ্তর
- গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটের কোন পাশে থাকে
- যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে
গর্ভের শিশুর হার্টরেট দেখে শিশুটি ছেলে নাকি মেয়ে তা কি বোঝা যায়
গর্ভের শিশু হার্টরেট দেখে জেন্ডার বোঝা যাওয়া।গর্ভাবস্থায় পঞ্চম সপ্তাহ পর্যন্ত ভ্রনের হার্টেরেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি।৮০-৮৫BPM।নবম সপ্তাহ পর্যন্ত তা বাড়তে থাকে এবং ১৭০ থেকে ২০০ বিপিএম পর্যন্ত পৌঁছেতে পারে।এরপর তা কমে প্রেগনেন্সির মাঝে মাঝে সময়ে ১২০ থেকে ১৬০ বি পি এম এ থাকে।সাধারণত শিশুর হার্টরেইড১০০ থেকে ১৬০ এর মধ্যে থাকলে তা নরমাল ধরা হয়।এই পরিমাপগুলো ছেলে শিশু এবং মেয়ে শিশুর উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর শিশুর হার্টবিট নির্ভর করে,তাহলে ভ্রনের নড়াচড়া।ইউটেরসে ভ্রণযত একটিভ থাকবে তার হার্টবিট ও ততো বেশি হবে।তবে প্রেগনেন্সির একেবারে শেষের দিকে অর্থাৎ ডেলিভারি ডেটের কিছুদিন আগে গর্ভের শিশুর জেন্ডার এর ওপর নির্ভর করে হার্টবিট কম বা বেশি হতে পারে।১৯৯৯ সালে করা এক গবেষণায় দেখা গেছে ঠিক প্রসবের আগে মেয়ে শিশুর হার্টবিট ছেলে শিশুর চাইতে একটু বেশি থাকে।কিন্তু ক্ষেত্র বেশি এর বিপরীত ঘটতে পারে।
তাই বলা যায় গর্ভের ভ্রনের হার্টবিট দেখে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা নিশ্চিত করে বলার কোন উপায় এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কার হয়নি।
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না স্বাস্থ্য অধিদপ্তর
গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সেটি প্রকাশ না করতে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।এ নিয়ে নতুন নীতিমালা করে হাইকোর্টে জমা দিয়েছে তারা।জানাই হাসপাতাল ডায়গনস্টিক সেন্টার সহ এটি মানতে হবে সবাইকে।গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে জানতে চাও বেশ ভালো প্রবণতা দম্পতিদের।তবে জানতে চাওয়ার প্রবণতা পিছে থাকেন না আত্মীয়-স্বজনরাও।
বিজ্ঞানীর এ যুগে তা চলেও এসেছে হাতের নাগালে।পাশাপাশি দেশ ভারতে আইন করে গর্ভের সন্তানের পরিচয় জানতে চাওয়া বন্ধ করা হয়েছে।চিনেও নিষিদ্ধ করেছে গর্ভের সন্তানের পরিচয়।ইংল্যান্ডে জানতে চাইলে আগে দরখাস্ত করতে হয় দম্পতিদের।গর্ভবতী নারী এবং অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে মায়ের পেটে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ চেয়ে এটি ডিট করা হয় ২০২০ সালে।
হাইকোর্টে ২০২৪ সালের স্বাস্থ্য অধিদপ্তর জানালো গর্ভে সন্তানের পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে নীতিমালা জানিয়েছে বাংলাদেশ। দেশের সব হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারকে নির্দেশ কার্যকর করার কথা জানাই স্বাস্থ্য অধিদপ্তর।যদি এটা বাস্তবায়ন হয় তাহলে যেটা হবে,আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গর্ভের সন্তান ছেলে না মেয়ে ভূমিষ্ঠ হওয়ার আগে যেমন জানতে পারেনা তেমনি আমাদের দেশেও এটা জানানো বন্ধ হয়ে যাবে।যার ফলে আশা করি আমরা একটি সুস্থ সন্তান পাবো।
এবং আমরা অনেক সময় দেখি গর্ভের সন্তান মেয়ে থাকলে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় সেগুলো থেকে মাও শিশু দুজনেই রক্ষা পাবে।
গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটের কোন পাশে থাকে
জেনে নিন গর্ভাবস্থায় মেয়ে বাচ্চার পেটের কোন পাশে থাকে।অর্থাৎ আলট্রাসনো ছাড়াই গর্বের কন্যা সন্তান চেনার উপায়।সকল দম্পতি অধীর আগ্রহে জানতে চাই যে তাদের যে বাচ্চাটি ভূমিষ্ঠ হবে হতে যাচ্ছে,সে কি ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা।আল্টাসোনো বা কোন পরীক্ষা ছাড়াই বা পরীক্ষা করার সময় হওয়ার আগেই জানতে ইচ্ছা করে গর্ভে বেড়ে ওঠা সন্তানটি সম্পর্কে।প্রচলিত একটি ধারণা থেকে আপনি এ সম্পর্কে একটা সুন্দর ধারণা নিতে পারবেন।
বলা চলে প্রায় আশিস শতাংশ নিশ্চিত হতে পারেন যে আপনার গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠেছে কিনা।কেননা প্রচলিত ধারণা বা কুসংস্কারগুলো গ্রহণযোগ্য নেয়াতে কম নয়।প্রায় ৬০ থেকে ৭০% মানুষ এর বেলায় ঠিক ফল দেয়।যদিও এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।তাই আজকের এই কনটেন্টে থাকছে,গর্ভ অবস্থায় মেয়ে বাচ্চা পেটে কোন পাশে থাকে।এর প্রচলিত ধারণা এবং বৈজ্ঞান কি বলে চলুন দেখে না যাক বিস্তারিত।
(১)আপনার গর্ভে যদি কন্যা সন্তান হয় তাহলে ভুড়িটা উপর দিকে দেখা যাবে।
(২)হবু মায়ের পেট যদি বেশ ছড়িয়ে প্রাই পেটের পুরো অংশ নিয়ে ফুলে ওঠে তাহলে গর্ভের সন্তান মেয়ে হয়।
(৩)আপনার পেটটি দেখতে কেমন লাগছে।বাস্কেটবলের মত নাকি তরমুজের মতো।যদি তরমুজের মত দেখায় তাহলে কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন আপনি।
(৪)গর্ভাবস্থায় পেট বেশি ভারী মনে হলে মেয়ে শিশু হবে।আর যদি ভার কম অনুভূতি হয় তাহলে ছেলে হবে।শিশুটি যদি আমরা পেটের ডান দিকে আছে বলে মনে হয় তাহলে কন্যা সন্তান হতে যাচ্ছে।
যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে
যে সব লক্ষণ দেখলে বুঝবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে কিনা।অর্থাৎ ছেলে সন্তান হওয়ার কিছু লক্ষণ।বেশিরভাগ দম্পতিরায় জানতে চেয়েছেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে এটা চেনার উপায়।কেননা গর্ভবতী হওয়ার পর এটা খুব স্বাভাবিক যে মন জানতে চাই আমার গর্ভে যে শিশুটি বেড়ে উঠছে তা ছেলে না মেয়ে।আবার অনেকেই নাম নির্ধারণের জন্য বেশ কৌতু হলো হয়ে ওঠেন।তবে এটা শতভাগ নিশ্চিত করে বলা তো যাবে না এমনকি আল্ট্রাসান্ডের রিপোর্ট ও শতভাগ নিশ্চিত হয় না।
তবে অনুমান করা যায়।অনেক অংশে এই অনুমান টি সঠিক হয়।আশা করি আজকের এই কনটেন্টি পুরোটাই মনোযোগ সহকারে পড়লে আপনার মনে আর কোন প্রশ্ন থাকবে না।তাই আমার অনুরোধ থাকবে কনটেন্টটি পুরোটাই মনোযোগ সাভারে পড়বেন।এবং কনটেন্টি ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন।
ছেলে সন্তান হওয়ার প্রদান কয়েকটি লক্ষণ।
(১)পেটের অবস্থান,প্রচলিত আছে যে আপনার পেটের ভুড়িটা যদি নিচের দিকে বেশি ঝুলে যায় তাহলে আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে।আর যদি উপর দিকে থাকে তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে।এবার আপনি খেয়াল করে দেখুন আপনার কি অবস্থা।
(২)ত্বকের অবস্থা বা সৌন্দর্য,অনেকেই মনে করেন এবং প্রচলিত রীতি অনুযায়ী মেয়ে সন্তান মায়ের রূপ নিয়ে যায়।অর্থাৎ রূপ কমিয়ে দেয়।আর ছেলে সন্তান মায়ের সৌন্দর্য বাড়িয়ে দেয়।অর্থাৎ আপনার গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে আপনার মুখমন্ডলে ব্রণ বা মেস্তা হবে না।আপনার চুল ঝরে যাবে না। বরং লম্বা এবং উজ্জ্বল হতে পারে।
এছাড়াও আপনার পেটে কন্যা সন্তান থাকলে পেটের ওপরে গারো দাগ পড়তে পারে।যেটা তলপেট থেকে শুরু করে নাভি পর্যন্ত যায়।আর ছেলে সন্তান হলে হালকা দাগ পরে এবং শেষ তিন মাসে এই দাগ মিলিয়ে যাই।এবার আপনি বলুন আপনার কি অবস্থা।
(৩)প্রাতঃকালীন অসুস্থতা বা মর্নিং সিকনেস।বলা হয় গর্ভে মেয়ের সন্ধান থাকলে হরমোনের মাত্রা বেশি প্রবাহিত হয়।যার কারনে সকালে মা বেশি অসুস্থ থাকেন। তাই আপনার ঘর পেয়ে ছেলে সন্তান থাকলে আপনার সকালবেলা এই তুলনামূলক কম অসুস্থ হবেন।
(৪)বাচ্চার মুভমেন্ট বা নড়াচড়া,পেটের মধ্যে ছেলে সন্তান থাকলে কম নড়াচড়া করে।আর মেয়ে সন্তান থাকলে হরমোনিয়া কারণে বেশি নড়াচড়া করে।যার ফলে পেটের আকৃতির পরিবর্তন হয়।কখনো সুন্দর আবার কখনো অদ্ভুত দেখতে লাগে।এবার আপনি বলুন কি হতে চলেছে আপনার গর্ভে ছেলে নাকি মেয়ে।
(৫)মুখের স্বাদ, বলা হয় যে গর্ভে কন্যা সন্তান থাকলে মিষ্টি বা চকলেট জাতীয় খাবার বেশি পছন্দ করে।আর যদি পুত্র সন্ধান থাকে তাহলে নোনতা এবং ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করে।
(৬)পেটের আকার,প্রচলিত আছে যেপেটে মেয়ে সন্তান আছে সেই পেটে কিছুটা লম্বাটে অর্থাৎ তরমুজের মত হয়।আর যে পেটে ছেলে বাচ্চা রয়েছে সে পেট গোলাকার বলের মত হয়।
(৭)গর্ভের সন্তানের হার্টবিট,অনেকেই মনে করেন ভদ্র সন্তানের হার্টবিট কম থাকে।অর্থাৎ আপনার গর্ভের বেবির যদি হার্টবিট ১৪০ বা ১৪০ এর কম থাকা হয় তাহলে আপনার পুত্র সন্তান হতে চলছে।তোর ভিউয়ার্স আশা করছি আজকের কনটেন্টই আপনার ভালো লাগবে।
লেখকের মন্তব্য।
প্রিয় পাঠক আজকের এই কনটেন্টে আমি আলোচনা করার চেষ্টা করেছি যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে কিনা।আমাদের দেশে এখনো প্রচলিত আছে যে গর্ভবতী মায়ের লক্ষণ দেখে সন্তান কি হবে তা নির্বাচন করা।তাই আপনারা যদি আজকের এই কন্টেনিটি পুরোটাই মনোযোগসহকারে পড়েন তাহলে অবশ্যই জানতে পারবেন ছেলে এবং মেয়ে সন্তানের জন্য কি কি লক্ষণ রয়েছে।
এবং এই লক্ষণগুলো দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার অনাগত সন্তান কি হতে চলতেছে।তাই আজকের এই কনন্টেন থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিচিত লোকদের সাথে শেয়ার করবেন।জাতে করে তারাও উপকৃত হতে পারে ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url