কীভাবে প্রপোজ করলে মেয়েরা 100% রাজি হবে
প্রিয় পাঠক,প্রথম দেখায় কিভাবে কাউকে ইমপ্রেস করতে হয়,এ সম্পর্কে যারা জানতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন ওয়েবসাইট খোঁজাখুঁজি করার পরেও জানতে পারতেছেন না তাদের জন্য আজকের এই কনটেন্ট।আজকের এই কনটেন্টে কাউকে কিভাবে ইমপ্রেস করতে হয় কার মন কিভাবে জয় করতে হয় এ সম্পর্কে হালকা করে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
এবং মেয়েদেরকে কিভাবে প্রপোজ করলে তারা ১০০% রাজি হয়ে যাবে এ সম্পর্কেও জানানোর চেষ্টা করেছি আজকের একাউন্টে।মেয়েদেরকে কিভাবে প্রপোজ করলে রাজি হবে এসব সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছি আজকের এ কনটেন্টে।
ভূমিকা
আজ আমি মেয়ে পটানো সম্পর্কে আপনাদের এমন দুটি ভুল ভেঙ্গে দেব যেগুলোকে আপনারা সত্যি মনে করেন।কিন্তু আসলে তা সত্য নয়।আর এই ভুল ধারণার কারণে আপনি হয়তো মেয়ে পটাতে পারেন না।ভাই ভুলগুলোর কারণে হয়তো আপনি আগে সিঙ্গেল পড়ে আছেন।তাই পুরো কন্টেন্টি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন তাহলে কথা দিলাম আপনার অনেক উপকার হবে। মানুষকে প্রভাবিত করা খুব সহজ কাজ নয়।
কিন্তু আপনি আন্তরিকভাবে কাউকে প্রভাবিত করতে চাইলে সফল হতে পারেন।ভালোবাসা আন্তরিকতা একটা বিশেষ শক্তির স্বরূপ।এমন অনেক ক্ষেত্রে রয়েছে যেমন মাঝপথে অর্থাৎ মিশন ছেড়ে আপনাকে ফেলে কেউ চলে যেতে পারে।অথবা আপনাকে কেউ তেমন পছন্দই করে না।যেমন ধরুন বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমনকি যে আপনাকে সবচাইতে ভালো বোঝে সেও আপনাকে ইগনোর করতে শুরু করে।
- কিভাবে কাউকে ইম্প্রেস করা যায়
- প্রথম দেখায় কিভাবে কাউকে Impress করবে
- এই ৩ টি কাজ করলে মেয়ে নিজে আপনাকে প্রপোজ করবে
- কীভাবে প্রপোজ করলে মেয়েরা 100% রাজি হবে
- মেয়ে পটানোর থেরাপি
কিভাবে কাউকে ইম্প্রেস করা যায়
মানুষকে প্রভাবিত করা খুব সহজ কাজ নয়।কিন্তু আপনি আন্তরিকভাবে কাউকে প্রভাবিত করতে চাইলে সফল হতে পারেন।ভালোবাসা আন্তরিকতা একটা বিশেষ শক্তির স্বরূপ।এমন অনেক ক্ষেত্রে রয়েছে যেমন মাঝপথে অর্থাৎ মিশন ছেড়ে আপনাকে ফেলে কেউ চলে যেতে পারে।অথবা আপনাকে কেউ তেমন পছন্দই করে না।
যেমন ধরুন বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমনকি যে আপনাকে সবচাইতে ভালো বোঝে সেও আপনাকে ইগনোর করতে শুরু করে।কিন্তু আজ আপনি যদি এর একটি সঠিক সলিউশন পেতে চান তাহলে আজকের এই কন্টেনটি পুরোটাই মনোযোগ সহকারে পড়ুন।কিভাবে কাউকে প্রবাহিত বা ইমপ্রেস করা যায় এর কিছু সেরা আইডিয়া শেয়ার করব।যেগুলো আপনাকে অন্যের কাছে হিরো হিসেবে গড়ে তুলবে।
(১)মানুষকে খুশি করার পদ্ধতি,মানুষ মাত্রই অনুভূতি প্রবল।তার ওর সংবেদনশীল মন আছে।মানুষের মনের ভিতর যে সুপ্ত বাসনা বা ভাবনা আছে তা প্রত্যাশিত ব্যবহার পেলেই মানুষ খুশি হয়।তাই মানুষকে প্রভাবিত করতে চাইলে কার সাথে সব সময় প্রত্যাশিত ব্যবহার করুন।কিন্তু সেটা কিভাবে করবেন।ব্যতিক্রম কিছু করুন।আন্তরিকভাবে প্রবাহিত করার চেষ্টা করুন।
এবং দুর্বল জায়গায় আঘাত করবেন না।সাধারণ মানুষ যা করে তার পেছনে নিজের স্বার্থ এবং সুবিধা জড়িয়ে থাকে।অন্যের কথা আছে কমই চিন্তা করে।কিন্তু কাউকে প্রবাহিত করতে চাইলে এসব করা বন্ধ করুন।
(২)যথাযথ সম্মান প্রদর্শন করুন,সকল বিশেষজ্ঞের মতেই সঠিক সময় সম্মান প্রদর্শন করা একটি মহৎ গুণ।কিন্তু আমরা অনেকেই কখন কিভাবে কাউকে সম্মান করতে হয় তা আমরা জানিনা।যার ফলে অনেক সময় আমাদের অনেক প্রবলেমেও করতে হয়।কিন্তু এই জীবন সমস্যার সমাধান কি।আপনি কাউকে এই কিভাবে সম্মান দেখাবেন।তার সাথে কথা বলার সময় তার ব্যাপারে কথা বলার চেষ্টা করুন।এবং সেটা হতে হবে স্পষ্ট সঠিক ও সংক্ষিপ্ত আকারে।
(৩)নিজের প্রতি মনোযোগী হন,কাউকে প্রভাবিত করা সব থেকে সেরা এবং ইম্পপোটেন্ট উপায় হচ্ছে সবার আগে নিজের প্রতি মনোযোগী হওয়া।কোন অবস্থায় কাউকে ইগনোর করে চলে যাবেন না।রিচার্জ বলতেছে সাকসেস হতে হলে সবার আগে পরিচিত লাভ করুন।আর সেটা পাওয়ার একমাত্র উপায় কাউকে প্রভাবিত করে।
প্রথম দেখায় কিভাবে কাউকে Impress করবে
কথায় আছে ফাস্ট ইম্প্রেশন এন্ড লাস্ট ইম্প্রেশন।অর্থাৎ আমরা প্রথম দিন কোন মানুষের সাথে যেভাবে কথা বলছি তার মনে আমাদের সম্পর্কে ইম্প্রেশন টা ক্রিয়েট করার চেষ্টা করতেছি তার উপর ডিপেন্ড করছে সে মানুষটা আমাদের সাথে দ্বিতীয় দিন আর কথা বলবে কিনা।কিংবা আমরা যে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করতেছি সেটা নিয়ে তিনি আর এগিয়ে যাবেন কিনা।
এই যে ইম্প্রেশন ক্রিয়েট করা কারো মনে এটা আমরা কি রকম করে করতে পারব।সাকসেসফুলে কিভাবে করতে পারব তার জন্য আজকের এই কনটেন্ট।আজকের এই কনটেন্টে আমি আপনাদেরকে এমন একটি ফর্মুলা বলব যেটা আপনারা যদি সঠিক ভাবে মেন্টেন করেন তাহলে যে কোন জায়গায় নিজেদের ফাস্ট ইম্প্রেশন টাকে যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে।
কাজের জায়গা থেকে শুরু করে,হয়তোবা প্রথমবার তুমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ,কিংবা ফাস্ট টাইম কাউকে ডেটে নিয়ে যাচ্ছো।একটা রিলেশনশিপ স্টার্ট করার কথা ভাবতেছো কিংবা হয়তো কারো সাথে বন্ধুত্ব করার কথা ভাবছো।যেকোনো জায়গায় আমাদের ইমপ্রেশনটি যথেষ্ট মেটার করে।তার জন্য অনেক কিছুই ম্যাটার করে।তার জন্যই এই ফর্মুলাটি আপনাদের সামনে introduce করা।
চলুন জেনে নিয়ে ফর্মুলা গুলো কি কি।(১)অ্যাটিটিউড (২)বিহেভিয়ার(৩)কমিউনিকেশন স্কিল।এই তিনটির মিলবন্ধনে তৈরি হয় আমাদের ইম্প্রেশন।এই জিনিসটা যদি তোমরা একটু গভীরভাবে ভাবো তাহলেই বুঝতে পারবে।
প্রথমে আমি কথা বলব অ্যাটিটিউড এর ব্যাপারে,আমি অনেকের দেখেছি অ্যাটিটিউড কে ইগুর সাথে গুলিয়ে ফেলতে।অনেক জায়গায় এটিটিউড ওয়ার্ডের ভুল ব্যবহার দেখা যায়।ইভেন আমরা নিজেও ব্যবহার করে থাকি।কিন্তু এটিটিউড মানে ইগো নয়।অ্যাটিটিউড অথ হচ্ছে ইনো ফিলিংস।ইনো ফিন্যান্স হচ্ছে আমার চিন্তাধারা।কিরকম ধরনের চিন্তাধারা পোষণ করি।
সেটা হচ্ছে আমার অ্যাটিটিউড।আর ইগো হচ্ছে আমি নিজের ব্যাপারে কি ভাবি।যেমন আমি ভাবতে পারি আমি যেটা ভাবতেছি সেটাই সঠিক।বা আমি অনেক সুন্দর।আমার নিজের ব্যাপারে যে ধারণাগুলো সেটাই হচ্ছে আমার ইগো।আমরা যেরকম চিন্তাধারা পোষণ করি সেটা কিন্তু আমাদের পার্সোনালিটিতে রিফ্রেট করে।এবং কোথাও না কোথাও আমরা সেভাবে বিহেভ করার চেষ্টা করি।
দ্বিতীয়টি হচ্ছে বিহেবিয়ার,এটি ছোট এক্সাম্পেল দিচ্ছি।ধরে নাও কোন মানুষের সাথে তোমার প্রথমবার দেখা হয়েছে।মানুষটিকে দেখে তোমার কেমন লাগলো ভালো লাগলো, না খারাপ লাগলো।তো সেই মানুষটার ব্যাপারে যেরকম মত পোষণ করলে তার উপর ডিফেন্ড করছে তার সাথে কি রকম বিহেভ করবে।তাই সবসময় দেখবে আমাদেরকে বলা হয় ভালো চিন্তা কর।ভালো চিন্তা করার মাধ্যমে আমাদের বিহেভিয়ার ভালো হবে।
আর তৃতীয়টি হচ্ছে কমিউনিকেশন স্কিল,ঠিক যেরকম ভাবে আপনার অ্যাটিটিউড এর উপর বিহেভিয়ার ডিপেন্ড করে ঠিক সেরকম ভাবে বিহেবিয়ার উপর কমিউনিকেশন স্কেল ডিফেন্ড করে।তার মানে হচ্ছে তোমার স্বভাব কেমন।ধরে নাও কোন মানুষকে তোমাকে ভালো লেগেছে তার সাথে তুমি ভালো ব্যবহার করতেছ কিন্তু কথা বলার সময় এমন কোন শব্দ ব্যবহার করলে যার ফলে তোমার অ্যাটিটিউড এবং বিহেভিয়ার দুটোই নষ্ট হয়ে গেল।যখন আমরা কারো সাথে কথা বলবো কোন শব্দ প্রয়োগ করে কথা বলতেছি তার ওপর যথেষ্ট সচেতন থেকে কথা বলা উচিত।
এই ৩ টি কাজ করলে মেয়ে নিজে আপনাকে প্রপোজ করবে
হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন।বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এমন তিনটি টিপস শেয়ার করব যা ফলো করলে আপনাকে আর কিছুই করতে হবে না।কারণ তখন মেয়েরাই আপনাকে পাটানোর চেষ্টা করবেন।আর যদি আপনি কোন মেয়েকে লাইক করেন এবং তাকে আপনার জীবনে পেতে চান কিন্তু কিছুতেই যদি সেই মেয়েটিকে পটাতে না পারেন তাহলে কনটেন্টি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন এবং এই টিপস গুলোকে আপনার লাইফে ফলো করুন।
তাহলেই দেখবেন আপনি যাকে পছন্দ করেন সে নিজেই আপনাকে পটানোর চেষ্টা করবে।প্রচলন জেনে নেয়া যাক টিপস গুলো কি কি।
(১)মেয়েটির বন্ধু হওয়া।কিছু কিছু মানুষ আছে যারা চেনা নেই জানা নেই দু-একদিনের পরিচয় হঠাৎ করে প্রপোজ করে ফেলে।তো এক্ষেত্রে মেয়েটির না বলা টা স্বাভাবিক।আবার অনেকেই বলে যে মেয়েরা লোভী হয় মানে যার কাছে অনেক বেশি টাকা থাকে তার পিছনে ঘুরে বেড়ায়,তার জন্য পাগল হয়ে যায়।কিন্তু এটা একেবারেই সত্যি নয়।
মেয়েরা সেইসব ছেলেকেই বেশি পছন্দ করে,যে তাকে সবার থেকে বেশি বুঝবে তার খেয়াল রাখবে এবং তাকে আরো অনেক বেশি ভালো করে জানার চেষ্টা করবে আর এমন মানুষ তো তার ফ্রেন্ডরাই হতে পারে রাইট।একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের সবচাইতে ভালো বোঝে।আর খেয়াল রাখে।তাই আপনি আগে তার ফ্রেন্ড হওয়ার চেষ্টা করুন।আর এটা করতে পারলে আপনি অনেকটাই সফল হতে পারবেন।
(২)তার কথা মনোযোগ দিয়ে শুনুন,আপনার লাইফে অনেক তো ফ্রেন্ড আছে কিন্তু তারা সবাই কি আপনার কথা মন দিয়ে শোনে।আপনার কথার মাঝে সাড়া দেয় আপনাকে প্রশ্ন করে আপনি তাদেরকে বেশি পছন্দ করবেন নাকি যে আপনার কথা মন দিয়ে শোনার ভান করছে কথার মাঝে এদিক ওদিক তাকাচ্ছে অস্থির হয়ে উঠছে তাকে বেশি পছন্দ করবে না।নিশ্চয়ই আপনার কথা মন দিয়ে শুনছে তাকেই আপনি খুব বেশি পছন্দ করবেন।আর তাকে আপনি প্রকৃত বন্ধু হিসেবে মনে করবেন।
আর তাই আপনি তাকে সমস্ত কথা বা সিক্রেট শেয়ার করতে চাইবেন।আর যাকে আপনি পছন্দ করেন সে কোন কথা বললে তার কথাটা মন দিয়ে শুনুন।কথা শেষে কোন কথা বলা প্রয়োজন হলে বলুন।এতে আর কোন কথা বলা প্রয়োজন হলে সবার প্রথমে কথাগুলো আপনার সাথে শেয়ার করবে।এমন একটা সময় আসবে যখন সে নিজেই ভাববে যে কেন সেটা সমস্ত কথা আপনার সঙ্গে শেয়ার করছে।আর কেনই বা সব কথা আপনার সঙ্গে শেয়ার না করে থাকতে পারে না।
দেন ওই সিচুয়েশনে আপনার কথাগুলো কখনো ভুলতে পারবেনা।ফলে পরে সে বুঝতে পারবে যে সে আপনাকে ভালোবেসে ফেলেছে।তারপর সে নিজে থেকেই আপনাকে পটানোর চেষ্টা করবেন।
(৩)তার সম্পর্কে মতামত দিন,ধরুন সে নতুন একটা ড্রেস পরে আপনার সামনে এল তখন আপনি তার ড্রেসের প্রশংসা করুন।ফর এক্সামপেল এই ডেসটি পড়ে তোমাকে অনেক সুন্দর লাগতেছে।এটা কি তুমি নিজে পছন্দ করেছ সত্যিই তোমার পছন্দ খুব সুন্দর।এভাবে বেশ কিছু ধরে তার যেকোনো রকমের প্রশংসা করতে থাকুন।এবং কিছুদিন পর থেকে তাকে দেখেও না দেখার ভান করো।
তাহলে দেখবেন মেয়েটি আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে।এবং আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে।যাতে করে আগের মত করে আপনি তার আবার প্রশংসা করেন।তার কিছুদিন পর আপনি তার সঙ্গে একেবারেই কথা বলবেন না।তাহলেই দেখবেন প্রত্যেক রাত এসে আপনাকে নিয়ে ভাববে।আপনাকে কিছুতে বলতে পারবে না।আর যদি সে বুঝতে পারে আপনি অন্য সমস্ত মেয়েদের সঙ্গে কথা বলতেছেন কিন্তু তার সঙ্গে কথা বলতেছেন না তখন সে খুব রেগে যাবে।
এবং আপনাকে হারিয়ে ফেলার ভয় পাবে।তখন 80% চান্স আছে তখন সে নিজে থেকে আপনাকে প্রপোজ করবে।আপনার আশেপাশে যদি এমন কোন মেয়ে থাকে যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন এবং যাকে নিজের লাইফে পেতে চান তাহলে এই টিপসগুলি অবশ্যই একবার এপ্লাই করে দেখুন।
কীভাবে প্রপোজ করলে মেয়েরা 100% রাজি হবে
জানিস একটি মেয়েকে দেখে আমার হেব্বি লাগছে।আমি তাকে প্রপোজ করব ভাবছি।কিন্তু কিভাবে প্রপোজ করব।একজন আরেকজনকে ভালো লাগার পর এই একটি চিন্তায় আমরা কিন্তু সবাই করে থাকি।এবং এর একটা সঠিক সলুশন চাই।ঠিক যদি তাই হয় আপনিও কাউকে প্রপোজ করতে ভয় পেয়ে থাকেন তাহলে আজকের এই কনটেন্টটি আপনার জন্য।
আমি মনে করি ছেলে এবং মেয়ে উভয়দের এ বিষয়টি জানা দরকার।আজ আমি ৩টি হাই লেভেলের টিপস বলবো যার ভিতরে যেকোনো একটি আপনাকে বেছে নিতে হবে।অথবা আপনি চাইলে তিনটি একসঙ্গে মিক্সিং করে ভাবতে পারেন।
(১)আপনি যাকে প্রপোজ করতে চাচ্ছেন সে যদি সিঙ্গেল না থাকে আপনাকে রিজেক্ট করে দেয়।আপনাকে অপছন্দ করে।তাহলে তখন আপনি কেমন ফিল করবেন।খুব বেশি কষ্ট পাবেন।অল্প কষ্ট পাবেন না কোন কষ্টই পাবেন না।যদি খুব বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি বলবো আজকের কনটেন্টটির লাস্ট টিপস আপনাকে জানতেই হবে।আগে তাকে ইমপ্রেস করতে হবে।
সাইন্স বলতেছে আমাদের ব্রেন এমন ভাবে গঠিত যা অল্পতেই ইমপ্রেস হয়ে পড়ে কোন ধরনের অনুভূতিহীন আচরণ পেলেই।আপনি যাকে প্রপোজ করতে চান নির্দিষ্ট একটি টাইমে প্রতিদিন দেখা করতে হবে।যদি সে আপনি কাছের কেউ হয় ক্লাসমেট বা বান্ধবী বা প্রতিদিন একই সঙ্গে থাকেন কোচিং করেন আড্ডা দেন কথা হয়না কিংবা দেখা হয় তাহলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট টাইমে তার কাছে গিয়ে দেখা দিতে হবে।তবে প্রথম চান্সে একবারে মনের কথা বলা একদমই ভালো হবে না।
(২)নিজেকে উপস্থাপন করা,অনেকে এটি ফাস্টে করতে চায় পরে ধরা খেয়ে যাই।ধরুন আপনি এমন একজনকে আপনার পরিচয় বলতেছেন,যার কাছে আপনার কোন ইন্টারেস্টই নেই।তাহলে সে আপনাকে কেন মূল্য দেবে।তাই আগে তার মাইন্ডে নিজেকে সেট করে রাখেন।মানে আপনাকে বোঝাতে হবে আপনি তাকে মন থেকে লাইক করেন।
(৩)সে কেমন ধরনের মানুষ তা আপনাকে জানতে হবে। সে কোন জিনিসটা এবং কি সবচাইতে বেশি পছন্দ করে তা জানতে হবে।এবং সবচাইতে বেশি ইমপর্টেন্ট যেটি সেটি হচ্ছে সে সিঙ্গেল না মিঙ্গেল।মনে রাখবেন আধার দিয়ে যেমন আধার কে আড়াল করা যায় না সে ক্ষেত্রে আলোর প্রয়োজন হয় আর আলো দিয়েও আলোকে আড়াল করা যায় না।সেক্ষেত্রে আধারের প্রয়োজন হয়।
ঠিক তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা খেয়ে মুছে ফেলা যায় না।একমাত্র ভালবাসা দিয়েই তা পাওয়া সম্ভব।ধরুন সে আপনার কাছে ইম্প্রেসটেড,তাই সুন্দর একটি পরিবেশ দেখে তাকে ইনভাইট করে ফেলুন।অথবা তার কোন সারপ্রাইজ ডে তে তা আপনাকে ইনভাইট করা হয় তাহলে সেখানে গিয়েও এটি কাজে লাগাতে পারেন।নিজের উপর কনফিডেন্স রাখুন বিশ্বাস রাখুন আর এটি আপনাকে সাকসেস করবে।
চোখে চোখ রেখে ডাইরেক্টলি বলে দেন আপনার মনের কথা।আপনি আপনার অন্তর দিয়ে অন্তর থেকে কথা বলুন।সেও আপনার অনুভূতিটাকে বুঝতে পারবে।তাহলে এতটুক পরে আমরা এটাই জানতে পারলাম যে, আগে থেকে তাকে ইমপ্রেস করতে হবে।আপনার গুরুত্ব তাকে বোঝাতে হবে।তাকে বুঝাতে হবে লাইফে ফার্স্ট টাইম এবং আপনিই শেষ তাকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন ভালোবাসবেন টেক কেয়ার করবেন ইত্যাদি।আর এই কথাগুলো অবশ্যই কনফিডেনের সঙ্গে বলতে থাকুন।
মেয়ে পটানোর থেরাপি
আজ আমি মেয়ে পটানো সম্পর্কে আপনাদের এমন দুটি ভুল ভেঙ্গে দেব যেগুলোকে আপনারা সত্যি মনে করেন।কিন্তু আসলে তা সত্য নয়।আর এই ভুল ধারণার কারণে আপনি হয়তো মেয়ে পটাতে পারেন না।ভাই ভুলগুলোর কারণে হয়তো আপনি আগে সিঙ্গেল পড়ে আছেন।তাই পুরো কন্টেন্টি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন তাহলে কথা দিলাম আপনার অনেক উপকার হবে।
ভুল নাম্বার (১)সব রোগের একটাই ওষুধ সেটা হল আই লাভ ইউ বলা।প্রায় ছেলেদের এই ভুল ধারণাটি আছে।তারা মনে করে কোন মেয়েকে আই লাভ ইউ বললে সব সমস্যার সমাধান।দোস্ত একটা মেয়েকে আমার খুব ভালো লাগে কি করব।বন্ধুদের উত্তর একদিন সাহস করে আই লাভ ইউ বলে দে।ভাই একটা মেয়ের সাথে অনলাইনে চ্যাট করি।মেয়েটি কি লাইনে আনতে পারতেছে না কি করব।
বন্ধুদের উত্তর আই লাভ ইউ বলে দে।দোস্ত একটি মেয়ের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব আমাদের আলাপও ভালো হয় বাট আলাপ ঠিকমত জমতেছেনা।বন্ধুদের উত্তর মেয়েটিকে আই লাভ ইউ বলে দে তাহলে কাজ হয়ে যাবে।ভাইরে আই লাভ ইউ একটি জাস্ট একটি বাক্য।এটা কোন নাপা এক্সট্রা বা প্যারাসিটামল নয় সব অসুখ এই কাজ করবে।কিছু ছেলে আছে তো তারা আরো ফাস্ট।
তারা আই লাভ ইউ শব্দটাকে মনে হয় যাদু মন্ত্রই মনে করে।অনলাইনে কোন মেয়েকে দুই একটা মেসেজ করে রিপ্লাই না পেলেই সোজা আই লাভ ইউ।মেয়ের সাথে দু একটা কথা বলে বা মেয়েকে পটানোর একটু চেষ্টা করে যখন দেখে মেয়ের লাইনে আসতেছে না তখন কোন কথা নাই সোজা আই লাভ ইউ।আর এটা বলে আর মনে মনে ভাবে যাক মন্ত্রটা পড়ে নিয়েছি এবার পালাবি কই।
ভাইরে এটা একটু বোঝার চেষ্টা কর আই লাভ ইউ শব্দটা তখনই শুনতে ভালো লাগে বা এই শব্দটি তখনই হৃদয় ছুঁয়ে যায় যখন এ শব্দটি এমন কোন মানুষ বলে।যাকে আমিও পছন্দ করি বা ভালোবাসি।অথবা যার সাথে রিলেশন করার ইচ্ছা আমারও আছে।অথবা যার প্রতি আমার ফিলিংস আছে।নয়তো ভাই এই কথাটি কোন কাজেরই না।এটা কোন কাজে আসে না।
ভুল ধারণা নাম্বার (২)আই লাভ ইউ বলা ছাড়া রিলেশন হয় না।সত্যি বলছি এই কথাটা শুনলে আমার খুব হাসি পায়।আজকে আমি দেখি প্রায় ছেলে বা মেয়ে কাউকে পছন্দ হলেই তাকে আই লাভ ইউ বলার জন্য অস্থির হয়ে যায়।এটা ভেবে যে আই লাভ ইউ না বলা পর্যন্ত তাদের সম্পর্ক স্টার্ট হবে না।এমন আজব চিন্তা আপনাদের মাথায় কই থেকে আসে বুঝি না।
আপনার আশেপাশে একটু খোঁজ করে দেখুন।এমন অনেক রিলেশন খুঁজে পাবেন যাদের রিলেশন বিন্দাস চলতেছে।অথচ তারা আজও একটিবারের জন্য আই লাভ ইউ বলেনি।বলতে খারাপ লাগতেছে বাট বলতে হচ্ছে খোঁজ করলে এমনও শত শত রিলেশন পাবেন যারা রিলেশনের মাঝে অলরেডি সেক্সও করে ফেলেছেন।অথচ তারা আজো একে অপরকে আই লাভ ইউ শব্দটি বলেনি।
তাদের মাথায় হয়তো বা কখনো এটা আসেনি।অথবা তারা এটা বলা হয়তো বা জরুরি মনে করেনি।কারণ ভালোবাসা হৃদয়ে থাকে মুখে নয়।আর কে কাউকে কতটা ভালোবাসে এটা এমনিতেই বোঝা যায়।তাই কারো সাথে রিলেশন করার জন্য থাকি কিভাবে আই লাভ ইউ বলবেন সেটার পিছনে পড়ে না থেকে।
কারো সাথে রিলেশন করার জন্য তার মন জয় করার চেষ্টা করুন।আপনি যে তাকে ভালোবাসেন সেটা মুখে নয় হৃদয় দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার আচরণ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের এই কনটেন্টে কিভাবে কাউকে প্রপোজ করবেন বা ইমপ্রেস করবেন এ সম্পর্কে জানার চেষ্টা করেছি।আপনি যদি কাউকে ইমপ্রেস বা প্রপোজ করতে চান বা মেয়ে পটাতে চান তাহলে উপরের টিপসগুলো ফলো করতে পারেন।আশা করি মেয়ে পটানোর জন্য বা ইমপ্রেস করার জন্য এই টিপসগুলো অনেক কাজে দেবে।তাই আজকের এই কনটেন্ট থেকে আপনারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিচয় লোকদের সাথে শেয়ার করবেন।যাতে করে তারা উপকৃত হতে পারে এই কনটেন্ট পড়ে ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url