হজে যেতে কোন দেশে কত খরচ

প্রিয় পাঠক ২০২৪ সালে হজের জন্য নূন্যতম বয়স কত যারা এ সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন ওয়েবসাইট খোঁজাখুঁজি করার পরেও জানতে পারতেছেন না তাদের জন্য আজকের এই কনটেন্ট।আজকের এই কনটেন্টে আলোচনা করব ২০২৪ সালে হজের জন্য নূন্যতম বয়স কত নির্ধারণ করেছে সৌদি সরকার এ সম্পর্কে।
হজে যেতে কোন দেশে কত খরচ
এ সম্পর্কে জানতে হলে আজকের এই কন্ঠের টি পুরোটাই মনোযোগ সহকারে পড়তে হবে। এবং হজে যেতে কোন দেশে কত টাকা খরচ হয় এ সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের এই কনটেন্টে। তাই যারা হজে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই কন্টেন্ট এই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

ভূমিকা

ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ।প্রতিটি মুমিনের আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলেও পবিত্র হজ্ব পালন করা।এবং বেশিরভাগ হজযাত্রার ক্ষেত্রেই জীবনে একবারের বেশি হজ করার সুযোগ হয় না।তাই হজের সময় কোন কোন জিনিস সংগ্রহ বা অবশ্যই নিতে হবে তা অনেকেই জানে না।হজের সফরে যাওয়ার আগে সংগ্রহ করার মত অতীব প্রয়োজনীয় উপকরণ গুলির একটি তালিকা নিয়ে সাজিয়েছি আজকের এই কনটেন্ট।


২০২৪ সালের হজ যাত্রী নিবন্ধন ১৬ই সেপ্টেম্বর থেকে শুরু করছে সৌদি আরব সরকার।এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন এক ১২৭১৯৮ জন।পহেলা মার্চ থেকে হজের ভিসা দেওয়া শুরু করে চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।২০২৪ সালের ৯ই মে থেকে শুরু হজ ফ্লাইট।
  • ২০২৪ সালে হজ্জে জাবার সুজগ পাচ্ছেন কত জন
  • হজ করতে কী কী সামগ্রী দরকার হয়? বিস্তারিত জানুন!
  • ২০২৪ সালে হজের জন্য ন্যূনতম বয়স ঘোষণা করল সৌদি
  • হজে যেতে কোন দেশে কত খরচ
  • এবার কমল হজের খরচ

২০২৪ সালে হজ্জে জাবার সুজগ পাচ্ছেন কত জন

২০২৪ সালের হজ যাত্রী নিবন্ধন ১৬ই সেপ্টেম্বর থেকে শুরু করছে সৌদি আরব সরকার।এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন এক ১২৭১৯৮ জন।পহেলা মার্চ থেকে হজের ভিসা দেওয়া শুরু করে চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।২০২৪ সালের ৯ই মে থেকে শুরু হজ ফ্লাইট।গত বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৫৮ জনকে হজের অনুমতি দিয়েছিল সৌদি সরকার।তবে খরচ বেড়ে যায় ৯ বার সময় বাড়িয়েও সে কটা পূরণ করতে পারেনি মন্ত্রণালয়।২০২৩ সালে হজ করে দেশে ফিরেছেন ১১৪২১৮ জন হাজী।

হজ করতে কী কী সামগ্রী দরকার হয়? বিস্তারিত জানুন!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ।প্রতিটি মুমিনের আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলেও পবিত্র হজ্ব পালন করা।এবং বেশিরভাগ হজযাত্রার ক্ষেত্রেই জীবনে একবারের বেশি হজ করার সুযোগ হয় না।তাই হজের সময় কোন কোন জিনিস সংগ্রহ বা অবশ্যই নিতে হবে তা অনেকেই জানে না।হজের সফরে যাওয়ার আগে সংগ্রহ করার মত অতীব প্রয়োজনীয় উপকরণ গুলির একটি তালিকা নিয়ে সাজিয়েছি আজকের এই কনটেন্ট।তাহলে চলুন জেনে নেওয়া যাক অতীব প্রয়োজনে উপকরণ গুলো কি কি।

(১) এহরামের কাপড় সংগ্রহ করা।পুরুষদের এহরামের কাপড় কমপক্ষে দুই সেট নিতে হবে।নারীদের এহরামের কাপড় তাদের সাধারণ পোশাক।তবে মুখের পর্দা রক্ষার জন্য মহিলা হাজি দের জন্য কিছু বিশেষ ধরনের স্থানকিপ পাওয়া যায়।যেগুলুতে যুক্ত থাকে বিশেষ ধরনের পর্দা।নারীবাদীদের মুখের পর্দা যথাযথভাবে রক্ষা করে।আবার এহরামের ও কোন সমস্যা হয় না।এবং সাথে নেবেন এহেরাম বাধার টাওয়াল সেট এবং বেল্ট।\

(২)একান্ত ব্যক্তিগত উপকরণ।যেমন কোরআন শরীফ হজ গাইড,মানিব্যাগ পাসপোর্ট প্যাক জুতা রাখার ব্যাগ পাথর রাখার ব্যাগ প্লাস্টিক জাইনামাজ নখ কাটার বক্স,কাধের ব্যাগ,মহিলাদের হিজাব মহিলাদের চুল বাধার টুপি,হাতমোজা ও পা মোজা।হাওয়ার বালিশ,তায়ামমের মাটি,মেসওয়াক,ছাতা,গামছা লুঙ্গি,পায়জামা পাঞ্জাবি,টাওয়াল,জুতা,টুপি,তসবি আতর,বোরখা,সাবান,আয়না চিরুনি,কাঁচি রেজার ব্লেড, থালা বাটি এবং গ্লাস।

সাবানের গোড়া,এবং ব্যবহারের জন্য তেল পরিমাণ মতো।টয়লেট পেপার, টুথপেস্ট ব্রাস,ছটো তালা এবং চাবি।এসব উপকরণ নেওয়ার সময় অবশ্যই হাতে নেয়া যাবে না।এগুলো অবশ্যই বড় ব্যাগে নিতে হবে।

(৩)দুই ফিতা জুতা।এহরাম অবস্থায় পুরুষদের পড়ার জন্য দুই পিতার জুতা।আর হালাল অবস্থায় পুরুষদের পড়ার জন্য সু বা চামড়ার জুতা।মা-বোনদের জুতার জন্য কোন বাধ্যবাধকতা নেই।তারা দুই থেকে তিন জোড়া আরামদায়ক জুতা নিতে পারেন।\

(৪)শুকনো খাবার।সুবিধার জন্য অল্প চিড়া এবং গুড় এবং কিছু বিস্কিট সাথে রাখতে পারেন।যাত্রাপথে বিশেষ করে আরাফাত এবং মিনায় খাবার পৌঁছাতে দেরি হলে এগুলো কাজে আসবে।আর যারা চা কফি পানে ওর বসতো তারা চা কফির উপকরণ সঙ্গে নিতে পারেন।এবং এর সাথে ফল কাটার জন্য ছোট একটি ছুরি সঙ্গে নিতে পারেন।এবং অবশ্যই যে জিনিসটির সঙ্গে নেবেন প্রয়োজনীয় ওষুধ।তাই প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই সঙ্গে নিতে ভুলবেন না।


(৫)হাজীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র হলো,হাজীদের প্রয়োজনে কাগজপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী।দীর্ঘ হজযাত্রায় কাগজপত্র গুছিয়ে রাখা জরুরি।সব হজযাত্রীদেরকে বাংলাদেশ থেকে একটি পরিচয় পত্র দেওয়া হয়।এটা সব সময় হাতের কাছেই রাখুন বা গলায় ঝুলিয়ে রাখুন।এছাড়াও সৌদি আরবে থাকাকালীন মুয়াল্লেম এর পক্ষ থেকে একটি পরিচয় পত্র দেওয়া হয়।সেই কার্ড এবং যেই হোটেলে উঠবেন সেই হোটেলের কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন।

২০২৪ সালে হজের জন্য ন্যূনতম বয়স ঘোষণা করল সৌদি

প্রতিবছর হজের প্রাথমিক কার্যক্র্ম শুরু হয় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার দুই থেকে তিন মাস আগে।তবে এবার সৌদি আরবের পরিকল্পনা ভিন্ন।সৌদি সরকার এ বছর অভ্যন্তরীণ বিদেশি মুসল্লিদের জন্য হজের প্রাক কার্যক্রম শুরু করেছে বছরের প্রথম মাস থেকেই।এবছর হজ পালনের সর্বোচ্চ বয়সের সীমারেখা তুলে দিলেও এবছর ১২ বছরের কম বয়সিদের জন্য হজের নিবন্ধন হবে না বলে জানান সৌদি ওমরা ও হজ মন্ত্রণালয়।

অর্থাৎ ১২ বছরের কেউ ভিসার জন্য আবেদন করলে তা গৃহীত হবে না বলে জানান সৌদি সরকার।গত দুই বছর করো নাই মহামারী থাকার কারণে নানা ধরনের বিধি নিষেধ ছিল পবিত্র হজ পালনের জন্য।তবে এ বছর তুলে নেওয়া হয়েছে সকল বিধি নিষেধ।এবং তুলে দেয়া হয়েছে বেশি বয়সীদের সময়সীমা।হজ ব্যবস্থাপনার সহজ করার লক্ষ্যে এ বছর থেকে যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশেষ করে যারা এবার প্রথমবারের মতো হজ করা সংগল্প নিয়েছেন ভিসা পেতে হলে অবশ্যই নিবন্ধন করতে হবে।প্রতিবছর বিশ্বের নানা স্থান থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরবের ভিড় করেন।সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে মুসল্লিদের জন্য কোন বিধি-নিষেধ না থাকায় এবছর বিপুলসংখ্যক মুসল্লিদের হজে অংশ নেওয়ার ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

হজে যেতে কোন দেশে কত খরচ

এবছর ১ লাখ ২৭১৫৮ জনের পূর্ণ কোঠাই হজযাত্রী পাঠানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ।কিন্তু ৭ লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছেন অনেক ধর্মপ্রাণ মুসল্লি।সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ করতে যা খরচ হবে তা গত বছরের চাইতে ৯২ হাজার ৪৫০ টাকা কম।এটা তো গেল বাংলাদেশের কথা। এখন চলুন দেখে নেই এশিয়ার কয়েকটি দেশে হজ যাত্রার খরচ কত।২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে হজে যেতে খরচ হয়েছিল প্রাই তিন লাখ টাকা।

২০২১ সালে খরচ বেড়ে দাঁড়ায় ৪ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা।২০২৪ সালে হজের প্যাকেজ ঘোষণা করা হলেও এখনো চূড়ান্ত খরচের হিসাব জানায়নি দেশটি।জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।দেশটি থেকে হজে যেতে চাইলে জনপ্রতী গুনতে হয় ২ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা।হজ যাত্রায় যদি আরও টাকা লাগে তাহলে দেশটির হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি থেকে তা ভর্তুকে দেয়া হয়।

অন্য দেশের তুলনায় হজ যাত্রায় একজন মুস্লিকে সবচেয়ে কম টাকা গুনতে হয় হজে যাওয়ার জন্য।পাকিস্তানের এখনো হজের চূড়ান্ত খরচ জানানো হয়নি।তবে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ওমর বাটি জানিয়েছেন এবারের হজ যাত্রায় যৌনপতি খরচ ৩ লাখ ১১ হাজার থেকে প্রাই ৪ লাখ ৫০ হাজার হতে পারে।মালয়েশিয়ায় যে পরিবারে মাসিক আয় সাড়ে ৯৬ হাজার টাকার কম তাদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা।

আর যাদের আয় বেশি তাদের জন্য ২ লাখ৫৮ হাজার ৬০০ টাকা।প্রতিবছর হজ ভর্তুকীর জন্য দেশটির সরকার প্রায় ৬০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ করে থাকে।বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের তথ্যে দেখা যাচ্ছে, হজ যাত্রায় বাংলাদেশীদের বেশি টাকা খরচ করতে হয়।বাংলাদেশে এবার হজ পালন করতে সরকারিভাবে সাধারণ প্যাকেজে মুসল্লীরা হজে যেতে পারবেন ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকায়।এবং বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকায় হজে যেতে পারবেন বাংলাদেশিরা।

এবার কমল হজের খরচ

হজ যাত্রায় খরচ করলো ৯২ হাজার টাকা।সরকারিভাবে সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।সচিবালয়ে সরকারি ভাবে দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী।জানান শীঘ্রই শুরু হবে নিবন্ধন।চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের 16ই জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ্জ।এরই মধ্যে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫৮ জনের কোটা নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার।সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১০১৯৮ জন। 


আর বেসরকারি এজেন্সের মাধ্যমে হজ করবেন ১ লাখ ১৭ হাজার।সচিবালয় ধর্ম প্রতিমন্ত্রী জানান সরকারি দুটি প্যাকেজে সাধারণটিতে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।আর বিশেষ প্যাকেজে ব্যয় হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।সরকারি এবং বেসরকারি উভয় প্যাকেজের সাধারণ প্যাকেজের জন্য সুযোগ সুবিধা সমান থাকবে।বেসরকারি ব্যবস্থাপনায় খরচ সরকারি সাধারণ প্যাকেজের সাথে মিল রেখে ঘোষণার নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।

লেখক এর মন্তব্য

প্রিয় পাঠক আজকের এই কনটেন্ট থেকে আমরা জানতে পারলাম ২০২৪ সালে পবিত্র হজ্জ করতে যেতে কোন দেশে কত টাকা খরচ হয়।এবং বাংলাদেশ থেকে যেতে কত টাকা খরচ হয়।হজ করতে কি কি সামগ্রী দরকার হয় এবং হজের ন্যূনতম বয়স কত এ সম্পর্কে জানানো হয়েছে আজকের এই কনটেন্টে।তাই আজকের এই কনটেন্ট পড়ে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পরিচিত লোকের সাথে শেয়ার করবেন যাতে করে তারা উপকৃত হতে পারে আজকের এই কন্টেন্ট থেকে ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url