মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার কিছু আইডিয়া
প্রিয় পাঠক,মেয়েদের জন্য ঘরে বসে ব্যবসা করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন ওয়েবসাইট খোঁজাখুঁজি করার পরেও জানতে পারতেছেন না তাদের জন্য আজকের এই কনটেন্ট।আজকের এই কনটেন্টে মেয়েদের জন্য ব্যবসা করার কিছু আইডিয়া নিয়ে হাজির হয়েছি
তাই যদি ঘরে বসে ব্যবসা করতে চান অনলাইনে কাজ করতে চান তাহলে আজকের এই কনটেন্টি পুরোটাই মনোযোগ সহকারে পড়তে হবে।বা মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার কিছু আইডিয়া সম্পর্কে জানতে হলে কন্টেনটি পুরোটাই মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আজকের এই কনটেন্টি পুরোটাই মনোযোগ সহকারে পড়লে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি।
ভূমিকা
বর্তমানে পুরুষদের তুলনায় নারী উদ্যোক্তারা বেশি এগিয়ে রয়েছে।বর্তমানে নারীরা এবং আপুরা অনেক আগে এগিয়ে।নারী করতে পারে একটি সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র।আল্লাহতালা নারীদেরকে অনেক সম্মান দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে।আজ আলোচনা করব নারীরা ঘরে বসে কিংবা পদ্মা মেইনটেন করে কিভাবে ব্যবসা এবং আর্নিং করতে পারে।অনেক সময় দেখা যায় আপুরা বাহিরে জব করার কারণে বাসায় সময় দিতে পারছে না।আবার দেখা যায় বাচ্চাদের ও সময় দিতে পারছে না।
এখানে ক্লিক করুনঃ২০২৪ সালে অনলাইন থেকে আয় করার সেরা মাধ্যমসমূহ
আজ আমি এমন কথা বলব যা আপনি ঘরে বসে বিজনেস তৈরি করতে পারবেন।বর্তমান সময়ে মেয়েদের জন্য ব্যবসা খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ না।এমন অনেক বিজনেস আছে যার সামান্য পুঁজি দিয়েই শুরু করা সম্ভব।তবে আপনাকে সর্ব প্রথম প্রোডাক্ট সিলেক্ট করতে হবে।
- মেয়েদের জন্য ঘরে বসে ব্যবসা করার উপায়
- মেয়েরা বাসায় বসে কিভাবে মাসে 25 থেকে 50 হাজার টাকা আয় করবেন
- মহিলাদের জন্য ঘরে বসে উপার্জন করার মত ৫ টি ব্যবসা
- মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার কিছু ব্যবসার আইডিয়া
- মহিলারা ঘরে বসে টাকা উপার্জন করুন
মেয়েদের জন্য ঘরে বসে ব্যবসা করার উপায়
বর্তমানে পুরুষদের তুলনায় নারী উদ্যোক্তারা বেশি এগিয়ে রয়েছে।তাই ঘরে বসে ব্যবসা করার জন্য আজকের কনটেন্টে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে।
(১)গিফট আইটেম তৈরি।প্রিয়জনকে গিফট দিতে সবাই পছন্দ করে।বিশেষ দিনে চমক দেওয়ার জন্য একটি গিফটের তুলনা নেই।বাসায় বসে তাদের সেই কাজটি আপনি করে দিতে পারেন।আজকাল বিভিন্ন সুন্দর সুন্দর বক্স তৈরি করা হচ্ছে গিফট দেওয়ার জন্য।এসব বক্সে খুব সুন্দর করে বিভিন্ন চকলেট ফুল চুরি পায়েল এগুলো দিয়ে সাজিয়ে দেওয়া যায়।আর এগুলো তৈরি করে আপনি আপনার পেইজের মাধ্যমে বিক্রি করতে পারেন।
(২)পেপার ব্যাগ তৈরি।পেপার ব্যাগ তৈরি করা হতে করে খুব সুন্দর একটি ঘরোয়া ব্যবসা।এখন সব দোকানেই পেপার ব্যাক বাট ঠোঙ্গা ব্যবহার করা হয়।বিশেষ করে মোদির দোকানে।এই ব্যাগ তৈরি করে বিভিন্ন মুদি দোকানের সাপ্লাই দেওয়া যেতে পারে।এছাড়া বর্তমানে অনেক অনলাইন ব্যবসা রয়েছে।তাদেরকে টার্গেট করেও কাগজের শপিং ব্যাগ তৈরি করা যেতে পারে।
(৩)হাতে তৈরি গয়না বিক্রি।সৌন্দর্য ফুটিয়ে তুলতে গয়নার কদর ছিল প্রাচীনকাল থেকেই।এখনো গয়না ছাড়া সাজ সম্পন্ন হয় না।বাজারে বিভিন্ন গতানুগতিক গয়না অনেকেরই পছন্দ হয় না।সবাই একটু নতুনত্ব খোঁজে।সেই দিক বিবেচনা করে নতুন নতুন গয়না তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন।
(৪)অনলাইন টিউশন।অনলাইন টিউশন হতে পারে অন্যতম আয়রন উৎসব।ব্যস্ততার এ যুগে অনেক বাবা-মায় তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে।অনলাইন টিউশন অনেক বড় একটি সুবিধা জনক উপায় হতে পারে।যদিও পড়াশোনা ঠিক ব্যবসার মধ্যে পড়ে না।বাড়িতে বসে যারা আয় করার উপায় খুজছেন তাদের জন্য এটি একটি খুব ভালো আইডিয়া হতে পারে।
(৫)ফুলের গহনা তৈরি।ফুল সবাই পছন্দ করে।সেই সাথে পছন্দ করে তাজা হলে তৈরি গহনা।বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে যে কাউকে সাজানোর জন্য অনেকেই ফুলের গহনা ব্যবহার করে থাকে।এসব গ্রহনা কাস্টমাইজ করা যায় বলে সবারই পছন্দের শীর্ষে রয়েছে।তাই গহনা বানাতে পারদর্শী হয়ে থাকলে আর দেরি না করে আজি শুরু করে দিন।
মেয়েরা বাসায় বসে কিভাবে মাসে 25 থেকে 50 হাজার টাকা আয় করবেন
বর্তমানে নারীরা এবং আপুরা অনেক আগে এগিয়ে।নারী করতে পারে একটি সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র।আল্লাহতালা নারীদেরকে অনেক সম্মান দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে।আজ আলোচনা করব নারীরা ঘরে বসে কিংবা পদ্মা মেইনটেন করে কিভাবে ব্যবসা এবং আর্নিং করতে পারে।অনেক সময় দেখা যায় আপুরা বাহিরে জব করার কারণে বাসায় সময় দিতে পারছে না।আবার দেখা যায় বাচ্চাদের ও সময় দিতে পারছে না।আজ আমি এমন কথা বলব যা আপনি ঘরে বসে বিজনেস তৈরি করতে পারবেন।
(১)ঘরের তৈরি খাবারের ব্যবসা।নারীরা অনেক সুন্দর রান্না করতে পারে।আপনি যদি ভাল রান্না করতে পারেন তাহলে আপনি বাসায় বসেও টাকা আরনিং করতে পারবেন।কিভাবে আর্নিং করবেন তা বলতেছি।প্রথমে আপনি আপনার একটা ফেসবুক পেজ তৈরি করেন।
সেখানে আপনি খাবারের ছবি পোস্ট করেন এতে করে আস্তে আস্তে আপনার পরিচিতি বাড়বে।এবং আর্নিং ও আসবে।যদি আপনি ব্যবসা বড় করতে চান তাহলে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন কর্পোরেট কোম্পানির সাথে কথা বলেও ব্যবসা করতে পারেন।
(২)ফ্রিল্যান্সিং।ফ্রিল্যান্সিং বর্তমানে বিশ্বের দ্বিতীয়তম স্থানে বাংলাদেশ।এটা অকল্পনীয়।বর্তমানে বাসায় বসে থেকে হাজারো আপুরা এবং নারীরা ফ্রিল্যান্সিং করতেছে।মাসে হাজার হাজার ডলার আয় করতেছে।আপনি কিভাবে শিখবেন।প্রথমে বলি কি শিখবেন, ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর রয়েছে যেমন ডাটা এন্টি,গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি হাজার হাজার রকমের কাজ রয়েছে ফ্রিল্যান্সিংয়ে।
এর মধ্যে আপনাকে যেটা বেশি ভালো লাগবে যেটা সহজ মনে হবে সেটাই শিখে কাজ করতে পারেন।এটা শিখার জন্য প্রথমত youtube বিভিন্ন ভিডিও দেখে শিখতে পারেন অথবা আইটি সেকশনের সাথে কথা বলে আইটি সেকশন থেকেও শিখতে পারেন।এতে করে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। কেননা ফ্রিল্যান্সিং মুক্ত পেশা।এবং ফ্যামিলি সবাইকে সময় দিতে পারবেন।
(৩)কাপড়ের ব্যবসা।বর্তমানে আরেকটি ভালো ব্যবসার আইডিয়া হল কাপড়ের ব্যবসা।আপুরা তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে বিভিন্ন রকম কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন।আরেকটি কাজের কথা বলতেছি।হাতের অনেক কাজ রয়েছে যা মেয়েরা অনেক ভালো পারে।আপনি কেন অন্যের অধীনে কাজ করবেন।আপনি নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করেন।
এখানে ক্লিক করুনঃফ্রি ফায়ার গেইম খেলে দিনে ৫০০ টাকা ইনকাম কিভাবে
এতে করে আপনি লাভবান হবেন দেশ লাভবান হবে।অন্যদিকে আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন।এতে করে যারা পর্দা মেনটেন করেন তাদের পর্দার লঙ্ঘন হবে না।বাসায় এবং নিজের কাজে নিজে সময় দিতে পারবেন।
মহিলাদের জন্য ঘরে বসে উপার্জন করার মত ৫ টি ব্যবসা
বর্তমান সময়ে মেয়েদের জন্য ব্যবসা খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ না।এমন অনেক বিজনেস আছে যার সামান্য পুঁজি দিয়েই শুরু করা সম্ভব।তবে আপনাকে সর্ব প্রথম প্রোডাক্ট সিলেক্ট করতে হবে।আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন কিভাবে।আপনি নিজেই একটা প্রোডাক্ট।আপনাকে নিজেকে সেল করা জানতে হবে।যদি আপনি নিজেকে সেল করা জানেন তবে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন।
প্রথমত আপনাকে সেল করার জন্য আপনার কি কি ফিচার আছে বৈশিষ্ট্য কি কি আছে এই জিনিসগুলো আপনাকে আগে সিলেট করতে হবে।এমন কোন কি ইস্কিল আছে আপনার কাছে যে স্কিল আপনি সেল করতে পারবেন মানুষের কাছে।সেই স্কিল শেখার জন্য আপনার কাছে আসবে মানুষ।এমন কোন স্কিল আছে যে স্কিল দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন।যেমন স্কিল হচ্ছে।
(১)ইংরেজি।অনেক মানুষ ইংরেজি ভালো ভাবে বলতে পারে না।বা ইংরেজি জানে না।এটা কি মেজর প্রবলেম।আপনি যদি এই স্কিলটা জানেন,তাহলে এই স্কিনটা আপনি টিউশনের মাধ্যমে আরেকজনকে দিতে পারেন।এভাবে একটা ক্যাটাগরিতে আপনি ইনকাম করতে পারবেন।
(২)আপনার এই স্কিল দিয়ে এমন কোন কোর্স তৈরি করতে পারেন এমন কোন গ্রুপ তৈরি করতে পারবেন।যেটা মানুষের প্রয়োজন।কি কি স্কিল আপনি শিখতে পারেন।মনে হয় আপনি হতাশ হয়ে গেছেন।সর্বপ্রথমে ক্লিক করছেন এমন কোন বিজনেস আইডি আপনি নিবেন যেটা বাসায় মুভি দেখতে কে বা নাটক দেখতে দেখতে কাজ করবেন মাসে ১০-১৫ হাজার ইনকাম হবে।
আসলে এমন কোন বিজনেস নেই,যেকোনো বিজনেস করতে গেলে আপনাকে যেকোন বিষয়ে স্কিল হতে হবে।না হলে এমন কোন বিজনেস করতে পারবেন না।ইনকাম করতে চাইলে এমন কোন স্কিল বা বেশ আপনাকে শিখতেই হবে সেটা কাঁথা সেলাই করা হলেও শিখতে হবে।গাধা সেলাই করাও কিন্তু একাই স্কিল।সেটা যেকোনো ধরনের কাজ হতে পারে।যেমন ধরুন বুটিক্সের কোন কাজ হতে পারে।আপনার handment কোন কাজ হতে পারে,ফ্রিল্যান্সিং এর কাজ হতে পারে।যেকোনো ধরনের কাজ হতে পারে সেটা।
(৩)ডিজাইন সার্ভিস।গ্রাফিক্স ডিজাইন হোক বা ওয়েব ডিজাইন হোক যেটাই হোক না কেন ডিজাইন প্রোভাইড করা।এটা চাহিদা বর্তমানে এবং ভবিষ্যতে প্রচুর থাকবে।তাই মেয়েরা বাসায় বসে থেকে গ্রাফিক্স ডিজাইন বা কাজ শিখে কাজটা করতে পারেন।
(৪)এক্সপোর্ট প্রোডাক্ট সেল করা।বর্তমানে অনেক ফেসবুক গ্রুপ রয়েছে ইউটিউব গ্রুপ রয়েছে।এখানে আমরা এক্সপোর্টের প্রোডাক্ট পাব।এগুলো খুবই কম প্রাইজে পাব।এগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের মাধ্যমে সেল করতে পারি।এই আইডিয়া হলো আমাদের মেয়েদের জন্য অনেক ভালো একটি আইডিয়া।
(৫)স্কিন কেয়ার বা বিউটি প্রোডাক্ট।মেয়েরা সবাই রূপচর্চা করতে ভালোবাসে।এটা হলো মেয়েদের ন্যাচারাল একটি বিষয়।এক্ষেত্রে আমরা এই আইডিয়াটি কাজে লাগাতে পারি।যাদের মেকআপ করতে ভালো লাগে, যাদের স্কিন কেয়ার করতে বেশি ভালো লাগে যারা এ সম্পর্কে একটু বেশি সচেতন এবং এই ভালো লাগাকে আমরা বিজনেসে রূপান্তর দিতে পারি।
ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব জেনুইন এবং অরজিনাল প্রোডাক্ট সেল করতে।আমরা যাতে করে কোন ফেক প্রোডাক্ট সেল না করি এ বিষয়ে মাথায় রাখতে হবে যাতে স্কিনের কোন ক্ষতি হয়।এক্ষেত্রে আমরা ভালো ভালো প্রোটাকে রিভিউ করে এ প্রোডাক্ট গুলো সেল করতে পারব।আর ভালই কি প্রফিট নিয়ে আসতে পারবো।আর কসমেটিক প্রোডাকে প্রফিট বেশি হয়।
যদি আমরা ভালোভাবে মার্কেটিং করে বিজনেসটা রান করাতে পারি।এই ছিল মূলত আমাদের পাঁচটি আইডিয়া।এগুলো হলো স্মল বিজনেস এর জন্য।এক্ষেত্রে আমাদের ইনভেস্ট ও কম লাগবে এবং প্রফিটও সেরকম ভাবে আসবে।আর অবশ্যই বিজনেসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে,আমাদের বিজনেস আইডিয়ার মাধ্যমে কারো প্রয়োজন বা চাহিদা মেটাতে পারি এতে করে আমাদের বিজনেসের লাস্টিং করবে অনেক বেশিদিন।
মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসা করার কিছু ব্যবসার আইডিয়া
বর্তমানে কর্মক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা বেশ এগিয়ে রয়েছে।শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই নয়।বর্তমানে নারীরা ব্যবসার ক্ষেত্রেও বেশ সফল।তো ভিউয়ার আজকের এই কন্টেনটি নারীদের জন্য।অর্থাৎ নারীরা ঘরে বসেই ব্যবসা করতে পারবেন এমন কিছু আইডিয়া নিয়ে আজকের এই কন্টেন্ট তৈরি করা।তো চলুন শুরু করা যাক।
(১)বর্তমান সময়ে তমুল জনপ্রিয় ব্যবসা আইডিয়া হল ঘরে তৈরি খাবারের ব্যবসা।আপনার রান্নার হাত যদি ভাল হয় তবে এই ব্যবসা হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের হাতিয়ার।কেননা বর্তমানে হাতে তৈরি খাবার বিক্রি করার অনেকগুলো মাধ্যম রয়েছে।সবচেয়ে বড় কথা ফেসবুক পেজের মাধ্যমে এবং গ্রুপের মাধ্যমে কোনরকম কমিশন ছাড়াই খাবার বিক্রি করতে পারবেন।
এছাড়াও অনেক ধরনের ফুড ডেলিভারি অ্যাপ রয়েছেন।যাদের মাধ্যমে খুব সহজেই আপনার খাবার গুলো বিক্রি করতে পারবেন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফুডপান্ডা,ফুড পিয়ন,কুকাপ্স,ফুট টং ইত্যাদ।এরকম অনেক অ্যাপস রয়েছে।এসব ফুটডেলিভারি অ্যাপস এর রেজিস্ট্রেশন হয়ে গেলে গ্রাহক আপনার অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করবে।
(২)ক্রাফিটং ব্যবসার আইডিয়া।ক্রাফিটং বিদেশে খুব জনপ্রিয় একটি ব্যবসা।সাধারণত ঘর সাজানোর জন্য এবং উপহারের জন্য অনেক মানুষ এগুলো কিনে থাকে।বেশ কিছু ক্রাফিটং আইডিয়া
১ জামার মধ্যে রঙ্গে ডিজাইন।
২ সেলাই ডিজাইন।
৩ কাগজ দিয়ে বিভিন্ন শোপিস।
৪ ফ্লোরাল জুয়েলারি
৫ ছবি আঁকা ফ্রেম তৈরি ইত্যাদি।
(৩)বুটিক হাউস।বুটিক একটি সৃজনশীল পেশা।আর বুটিক হাউজের মাধ্যমে আপনি এই সৃজনশীল পেশায় অন্তর্ভুক্ত হতে পারেন।
(৪)youtube।ইন্টারনেট ব্যবহার করে এবং ইউটিউব দেখেনি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।আর আপনি চাইলে এই কাজটি ঘরে বসে সম্পন্ন করতে পারেন।আপনি যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন।এক্ষেত্রে আপনার রান্নার ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করতে পারেন।
ভিউয়ার্স আমার ব্যবসা আইডিয়া যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্য আপনার পরিচিত লোকদের সাথে শেয়ার করবেন।কোন কিছু জানার দরকার হলে এবং ব্যবসায়ী বিষয়ে কোন সাহায্য দরকার হলে আমাকে কমেন্টে জানাতে পারেন।
মহিলারা ঘরে বসে টাকা উপার্জন করুন
ঘরে বসে নারীদের রোজগার করার কিছু সহজ উপায়।সংসারে যাবে বাইরে গিয়ে চাকরি করা সম্ভব হয় না।তাই বলে কি রোজগার করা যাবে না।এখন ইন্টারনেটের যুগ কিনা সম্ভব বলুন।দেখেনি কিছু উপায়সমূহ।
(১)রান্না।আপনি যদি ভালো রাধুনী হন তবে ফুট হোম ডেলিভারি এর ব্যবসা করতে পারেন।বিভিন্ন অফিসে দুপুরে খাবার রান্নার কাজ নিতে পারেন।বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানে রান্নার দায়িত্ব নিতে পারেন।তাছাড় পিঠা চানাচুর লাড়ো জাতীয় খাবার বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন।
(২)সেলাই কাজ।আপনি নিজে ভালো সেলাই পারেন কোন পুঁজি ছাড়াই বাসাতে একটা অনলাইন বুটিক খুলতে পারেন।সেটা বাসায় বসে করবেন।তারপর কাস্টমারকে ডেলিভারি করবেন।
এখানে ক্লিক করুনঃকিভাবে সফলতা অর্জন করা সম্ভব
(৩)হাতের কাজ।অনেকে আছে খুব সুন্দর ফুল শোপিস পাপোশ কুশন ফুলদানি কার্ড ওয়ালমেট এসব তৈরি করতে পারে।এমন কোন গুন থাকলে সেগুলো তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন।এক্ষেত্রে প্রায় আপনি অর্ধেক লাভ করতে পারবেন।এছাড়াও এখন নারীদের জন্য অনেক অনলাইন ব্যবসা রয়েছে।কমপজিতে কম কষ্টে কে চাইলে ব্যবসা করতে পারবেন।স্বাবলম্বী হতে পারবেন ঘরে বসেই।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের এই কনটেন্টে থেকে আমরা জানতে পারলাম মেয়েরা ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে ছেলেদের তুলনায় অনেকে এগিয়ে।এখন বর্তমান সময়ে মেয়েদের জন্য অনলাইনে হাজারো রকমের ব্যবসার আইডিয়া রয়েছে।এখান থেকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আজকের এই কনটেন্টে।
তাই আজকের এই কনটেন্ট থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিচিত লোকের সাথে শেয়ার করবেন।যাতে করে আপনার পরিচিত লোকজনও বেকারত্ব দূর করে এই আইডিয়া নিয়ে তারাও ব্যবসা শুরু করতে পারে ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url