ইউটিউবে বিরক্তকর এড আসা বন্ধ করুন
প্রিয় পাঠক,মোবাইল ফোনের এড না আসা বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন,কিন্তু জানতে পারতেছেন না।তাহলে আজকের এই কন্টেন্টই আপনার জন্য।আজকের এই কনটেন্টে আমি জানাবো কিভাবে মোবাইল ফোনের বিরক্ত করে এড থেকে মুক্তি পাওয়া যায়।
শুধু মোবাইল ফোনের নয়,ইউটিউব এর বিরক্ত কর আশা এড বন্ধ করবেন কিভাবে এ সম্পর্কেও আজকের এই কনটেন্টে আলোচনা করব।তাই এ সম্পর্কে জানতে হলে আজকের এই কনটেন্টি পুরোটাই মনোযোগ সবারে পড়তে হবে।
ভূমিকা
স্মার্টফোনে অ্যাড আসা নিয়ে কি আপনারা বিরক্ত।বিরক্তি হওয়াটা খুব স্বাভাবিক।মোবাইল ব্যবহার করতেছেন হঠাৎ করে চলে আসলো।ইউ আই এর মাঝেও এড পাবেন।এমন সব এডাল টাইপের এড আছে যেগুলো আসলে মোবাইল বের করাও কষ্টকর হয়ে যায় ওই মুহূর্তে।কি করবেন কিছুই বুঝতে পারেন না।এড গুলো বন্ধ করা অনেক কষ্টকর একটি বিষয়।আপনার মোবাইলে কি অটোমেটিক অ্যাড আছে। তাহলে কনটেন্টি অবশ্যই শেষ পর্যন্ত পড়তে থাকুন।
কিছুক্ষণ আগে ইউটিউবে একটি ভিডিও দেখতে ছিলাম হঠাৎ মোবাইল স্ক্রিনে অ্যাড শো হচ্ছে।শুধু ইউটিউবে নয।নোটপ্যাডে কিছু লিখতে যাচ্ছি তখনও অ্যাড শো হচ্ছে।মানে যখন তখন মোবাইলে এড শো হচ্ছে।কোন অ্যাপস ইউজ না করলেও মোবাইলের স্ক্রিনে অ্যাড শো হচ্ছে।তো আপনাদের সাথেও যদি এই সমস্যা হয়ে থাকে আপনার মোবাইল যদি অটোমেটিক অ্যাড হয়।
- মোবাইলে Add বন্ধ করার উপায়
- মোবাইলে এড আসা বন্ধ করার উপায়
- ফোনে আসা অটো এড বন্ধ করার নিয়ম
- ইউটিউবে বিরক্তকর এড আসা বন্ধ করুন
- ইমুর বিরক্তিকর Ads বন্ধ করুন চিরতরে
মোবাইলে Add বন্ধ করার উপায়
আপনার মোবাইলে কি অটোমেটিক অ্যাড আছে। তাহলে কনটেন্টি অবশ্যই শেষ পর্যন্ত পড়তে থাকুন।কিছুক্ষণ আগে ইউটিউবে একটি ভিডিও দেখতে ছিলাম হঠাৎ মোবাইল স্ক্রিনে অ্যাড শো হচ্ছে।শুধু ইউটিউবে নয।নোটপ্যাডে কিছু লিখতে যাচ্ছি তখনও অ্যাড শো হচ্ছে।মানে যখন তখন মোবাইলে এড শো হচ্ছে।কোন অ্যাপস ইউজ না করলেও মোবাইলের স্ক্রিনে অ্যাড শো হচ্ছে।
তো আপনাদের সাথেও যদি এই সমস্যা হয়ে থাকে আপনার মোবাইল যদি অটোমেটিক অ্যাড হয়।তাহলে আজকের এই আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।আজকের এই আর্টিকেলে আমি জানাবো এই অ্যাড কেন আসছে।এই এড কিভাবে কমপ্লিট বন্ধ করবেন।আমি মোবাইল ইউজ করতেছি হঠাৎ করে অটোমেটিক মোবাইলে অ্যাপস ও হচ্ছে।এডে ভুলবশত ক্লিক হয়ে গেলে রিডাইরেকি প্লে স্টোরে অ্যাড করে দিচ্ছি।তো এই এডটা কি জন্য আসছে।
এ কোথা থেকে আসছে,বা কোন অ্যাপ থেকে আসছে।মোবাইলে এমন কোন থার্ড পার্টি ভাইরাস এপ্লিকেশন ডাউনলোড হয়েছে যার কারণে মোবাইল ডিসপ্লে তে অটোমেটিক অ্যাড শো হচ্ছে।তো এই অ্যাড বন্ধ করার জন্য আপনাদের কতগুলো প্রসেস দেখাবো,যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনার এই অ্যাড সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।তো প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে।প্লে স্টোর ওপেন করার পর রাইট সাইটে প্রোফাইল আইকনে ক্লিক করবেন।
তারপর প্লে প্রটেক্ট এখানে ক্লিক করবেন।তারপর টপ রাইট সাইটে সেটিং অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন।তারপর এখানে দেখবেন দুটি অপশন রয়েছে গুগল প্লে প্রটেক্ট এই দুটো অপশন যদি বন্ধ থাকে অবশ্যই চালু করবেন।যদি এটা আপনার প্রথম থেকে চালু থাকে তাহলে বন্ধ করে আবার চালু করবেন।আবার প্লে স্টোরে ঢুকে টপ রাইট সাইটে প্রোফাইলে ক্লিক করব।তারপর নিচে সেটিংসে ক্লিক করব।তারপর একেবারে নিচে এবাউট এ ক্লিক করব।
তারপর আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করতে হবে।ক্লিক করার পরে গট ইট ক্লিক করব।তারপর আমাদের মোবাইলে গিয়ে থার্ড পার্টি ভাইরাস অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে।সেটিং ওপেন করব।অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব,অ্যাপ লিস্ট এ ক্লিক করব,এখানে মোবাইলে সমস্ত অ্যাপস রয়েছে।এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন,একদম প্রথমেই থার্ড পার্টি ভাইরাস অ্যাপ্লিকেশন টা রয়েছে।
অ্যাপের কোন আইকন নেই শুধু হোয়াইট আইকন শো করবে।এই অ্যাপটিতে ক্লিক করব এবং এই থার্ড পার্টি ভাইরাস অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দেব বা আনইন্সটল করে দেব।তাহলে দেখবেন মোবাইলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।এই অ্যাপ্লিকেশনটা এই আনইন্সটল করার পর মোবাইলটি রিস্টার্ট করে নেবেন।
মোবাইলে এড আসা বন্ধ করার উপায়
স্মার্টফোনে অ্যাড আসা নিয়ে কি আপনারা বিরক্ত।বিরক্তি হওয়াটা খুব স্বাভাবিক।মোবাইল ব্যবহার করতেছেন হঠাৎ করে চলে আসলো।ইউ আই এর মাঝেও এড পাবেন।এমন সব এডাল টাইপের এড আছে যেগুলো আসলে মোবাইল বের করাও কষ্টকর হয়ে যায় ওই মুহূর্তে।কি করবেন কিছুই বুঝতে পারেন না।এড গুলো বন্ধ করা অনেক কষ্টকর একটি বিষয়।আপনি এড বন্ধ করবেন কোন না কোন ভাবেই তারা আপনার সামনে অ্যাট প্রোভাইড করবেই।
আজকে আমি খুব সহজে একটি পদ্ধতির শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে স্মার্টফোনে আসা অনেকটা add ব্লক করতে পারবেন।আপনাকে যা করতে হবে।আপনার স্মার্টফোনের সেটিং অপশনে যাবেন,সেটিং অপশনে গিয়ে খুঁজে পাবেন কানেকশন।কানেকশনে ক্লিক করার পরে নিচে যে খুঁজে পাবেন মোর কানেকশন সেটিং।মর কানেকশন সেটিং এ ক্লিক করা পরে খুঁজে পাবেন,প্রাইভেট dns।
প্রাইভেট ডি এন এস সিলেট করার পরে দেখবেন এটি অটোমেটিক সিলেক্ট করা রয়েছে।তার নিচেই পাবেন প্রাইভেট ডি এন এস প্রোভাইডর হোস নেম।এটাতে ক্লিক করুন।এবং টাইপ করবেন dns.adguargds.com এবং সেফ। কাজ এটুকুই।দেখবেন আপনার স্মার্টফোনে অনেক এড আছে বন্ধ হয়ে যাবে।এবং ফেসবুকে ঢুকলে এড আছে ইউটিউবে ঢুকলে এড আছে এটাত ডিফেন্ড ব্যাপার ব্রাউজার এর কারনে।
ফোনে আসা অটো এড বন্ধ করার নিয়ম
মোবাইল ফোন ব্যবহার করতেছেন মোবাইল ফোনে বিরক্ত করে অ্যাড চলে আসছে।অথবা আপনি জরুরী কাজে কোন মোবাইল ব্যবহার করতেছেন অথবা গেমস খেলছেন যেকোনো সময় কিন্তু আপনার ফোনে অ্যাড চলে আসছে।এই অ্যাডগুলো কিন্তু খুবই বিরক্তকর এবং অসহনশীল।আপনি কিন্তু চাইলে এ্যাডগুলো বন্ধ করতে পারেন।
আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে মোবাইল ফোনে আশা বিরক্তকর আড বন্ধ করতে পারেন।মোবাইল চালু করার সাথে সাথে অ্যাড চলে আসে আবার এমন কিছু অ্যাড চলে আসে যা সবার সামনে ওপেন করা যায় না।কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দেওয়ার সাথে সাথে অ্যাড চলে আসে।আপনি কোন কিছু ব্যবহার করলেন না কিন্তু অ্যাড চলে আসলো।তাহলে আজকের এই আর্টিকেলটি পুরোটাই পড়ুন আপনার মোবাইলে এড বন্ধ হয়ে যাবে ১০০% গ্যারান্টি।
মোবাইল ফোনে বিরক্ত করে এড বন্ধ করার জন্য সরাসরি আপনার মোবাইল ফোনে সেটিংসে প্রবেশ করবেন।সেটিংসে প্রবেশ করার পরে দেখতে পাবেন নিচের দিকে কানেকশন এন্ড শেয়ারিং এই অপশনটিতে প্রবেশ করবেন।এটাতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে খুঁজে বের করবেন প্রাইভেট ডিএনএস।এটার উপর ক্লিক করবেন।এখানে ক্লিক করার পরে দেখবেন অফ আছে অটো আছে এবং প্রাইভেট dns প্রোভাইডার হোস্ট নেম।
এই তিনটি অপশন রয়েছে।আপনি যখন প্রাইভেট ডিএনএস ক্লিক করবেন তখন এটা অটো হয়ে যাবে।এখানে আমাদের করতে হবে প্রাইভেট dns প্রোভাইডার হোস নামে ক্লিক করতে হবে।এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিবোর্ডটা চলে আসবে এবং এখানে লিখতে হবে dns.adguard.com।এটা লেখার পর সেভ নামে অপশন এ ক্লিক করবেন।তো আমি জানানোর চেষ্টা করলাম কিভাবে মোবাইল ফোনে বিরক্ত কর এড বন্ধ করবেন।আশা করি বুঝতে পারছেন।কিছু কিছু ফোনে এই অপশনটি নাও পেতে পারেন।এক্ষেত্রে সেটিংসে সার্ভারে সার্চ করবেন ডিএনএস তাহলে এই অপশনটি পেয়ে যাবেন।
ইউটিউবে বিরক্তকর এড আসা বন্ধ করুন
ইউটিউবে ভিডিও দেখা অবস্থায় আমাদের মোবাইলে অনেক ধরনের এড শো করে।এবং এই সমস্ত এডের মধ্যে স্কিপ বা ভিডিও এর নামে একটি এড রয়েছে।যে এডটিতে তিন থেকে চার সেকেন্ড পর স্ক্রিপ করার একটি অপশন থাকে।এবং আমাদেরকে ম্যানুয়ালে ভাবে স্কিপ করতে হয়।আজকের এই আর্টিকেলে আমি যে অ্যাপসটির কথা বলব আপনি যদি আপনি এই অ্যাপস আপনার মোবাইলে একটিভ করে নেন তাহলে কোন অ্যাড বা ভিডিও ম্যানুয়াল ভাবে স্কিপ করতে হবে না।
তিন থেকে চার সেকেন্ড পর এডটি অটোমেটিক স্কিপ হয়ে যাবে।তারপর জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে।প্লে স্টোরে গিয়ে সার্চ বাড়ে লিখবেন স্ক্রিপ অ্যাড।এটি লিখে সার্চ করালে সর্বপ্রথম যে অ্যাপটি পেয়ে যাবেন সেখান থেকে স্কিপ এড এই অ্যাপসটি ডাউনলোড করবেন।ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করবেন।
অ্যাপসটি ওপেন করার পরে যদি কোন পারমিশন চায় তাহলে অবশ্যই পারমিশন বাটনে ওকে করে দেবেন।তারপর দেখবেন আপনার মোবাইলের সেটিংস অপশন থেকে অ্যাক্সেস বিলিটি অপশনে নিয়ে চলে আসবে।এই অপশনে চলে আসার পর আপনাকে একটু নিচে আসতে হবে।নিচে আসার পরে দেখতে পাবেন স্কিপ এড নামে একটি অপশন রয়েছে,এই অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর দেখতে পাবেন স্ক্রিপ অ্যাড অপশনটি অফ রয়েছে এটা অন করে দিতে হবে এবং তারপর নিচে ওকে অপশনে ক্লিক করবেন।তারপরে এই অ্যাপসটির অপশন ওকে হয়ে যাবে।তারপরে আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন এবং স্কিপ এবল বা ভিডিও আসবে তা অটোমেটিক স্কিপ হয়ে যাবে।আপনাকে ৩ থেকে ৪ সেকেন্ডের পর স্কিপ করতে হবে না।
ইমুর বিরক্তিকর Ads বন্ধ করুন চিরতরে
সো ভিউয়ার আপনি যদি আপনার ইমুতে আসা বিরক্তকর অ্যাড চিরতরে রিমুভ করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।আমি এখন বলে দেবো কিভাবে ইমুতে আসা বিরক্ত করে এড বন্ধ করবেন।সো বন্ধুরা আপনারা যারা ইমো ব্যবহার করেন তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন তার মধ্যে অন্যতম সমস্যা হলো বিরক্তিকর এড।
এছাড়া ভয়েস ক্লাব বিভিন্ন ধরনের গ্রুপ অটোমেটিক্যালি চলে আসে।এছাড়াও কল দেওয়ার আগে এবং কল দেওয়ার পরেও অ্যাড চলে আসে।এ সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ব্লক পোস্টে আমি বলে দেব।এগুলো রিমুভ করতে হলে প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে তা হল আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
তারপরে সেটিংস নামে অপশনটিতে ক্লিক করবেন।সেটিং এ ক্লিক করার পরে দেখবেন ফাংশন নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন।ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশন অন করা রয়েছে এখানে সব অপশন গুলো অফ করে দিবেন।প্রতিটি অপশান অফ করে দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন।ব্যাকে এসে দেখবেন আপনার ইমোতে বিরক্ত কর যেসব ভয়েজ গ্রুপিং এগুলো আর নেই।
তারপর আরেকটি যেটা বললাম কল দেওয়ার আগে এবং পরে যে এড চলে আসে এটা বন্ধ করার উপায়।কল দেওয়ার আগে এবং পরে যে এড গুলো আছে সেই অ্যাডগুলো কোন সেটিংসের মাধ্যমে বন্ধ করতে পারবেন না।এই অপশনগুলো ইমোর সেটিংস এ নেই।তবে আমি একটি সলিউশন দিতে পারি এ সলুশানে আপনারা এই এড থেকে মুক্তি পেতে পারেন।
এর জন্য আপনার মেইন ইমো যেটা আছে এটা আনইন্সটল করে ইমু লাইট অপশনটি ইন্সটল করবেন।ইমু লাইটে এ ধরণের কোন অ্যাড আসে না।আপনারা যতই কল দিন বা কল কেটে দিন এ ধরনের অ্যাড ইমু লাইটে আসবে না।এভাবে চাইলে আপনারা ইমুতে আসা বিরক্তকর অ্যাড চিরতরে বন্ধ করতে পারবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের এই আর্টিকারে ইউটিউবে আশা বিরক্তকর এড বন্ধ করার কিছু উপায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি।শুধু ইউটিউবেই নয় মোবাইলের এড কিভাবে বন্ধ করতে হয় এ সম্পর্কেও আজকের আর্টিকেলে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।তাই আজকের এই আর্টিকেল থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিচিত লোকদের সাথে শেয়ার করবেন।যাতে করে আপনার পরিচিত লোকজন ও বিরক্ত করা অ্যাড থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানতে পারে।এবং আপনারা আরো নতুন কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url