নতুন বছরে আইফোন–স্যামসাং এর নতুন আপডেট
প্রিয় পাঠক,আপনারা যারা স্যামসাং গ্যালাক্সি এস ২৪ অল্টার প্রাইজ বাংলাদেশে কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন।কিন্তু বিভিন্ন ওয়েবসাইট খোঁজাখুঁজি করা পরেও জানতে পারতেছেন না তাদের জন্য আজকের আর্টিকেল।যারা স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্টার দাম জানতে চাচ্ছেন আজকের এই আর্টিকেলে আমি দাম জানানোর চেষ্টা করব।
এবং আজকের এই আর্টিকেলে নতুন বছরে আইফোন এবং স্যামসাং এর নতুন আপডেট কি কি নিয়ে আসতেছে এ সম্পর্কে জানানোর চেষ্টা করব।যদি আইফোন এবং স্যামসাং সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি পুরোটাই মনোযোগ সবারই পড়তে হবে।
ভূমিকা
বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি বা টেকজানগুলো মধ্যে চলছে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা।সেই প্রতিযোগিতায় iphone বনাম samsung টেক বাজারে কমন যুদ্ধ।এরই ধারাবাহিকতায় এবার অ্যাপলকে টেক্কা দিতে আরো অত্যাধুনিক ফোন বাজারে আনতেছে প্রতিদ্বন্দ্বী ব্যান্ড স্যামসাঙ।গত ১৭য় জানুয়ারি উন্মোচন করা হয় স২৪ সিরিজের মোবাইল ফোন।
ক্রেতাদের আকর্ষনে যুক্ত করা হয়েছে নতুন ফিউচার।আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক বেশ কিছু ফাংশন।samsung এস সিরিজের স্মার্টফোনগুলোর কথা সোনা মাত্রই আমাদের মাঝে এন্ড্রয়েড ওয়ার্ল্ডের ফ্লাকসিভ লেভেলের স্মার্টফোনের কথা মনে পড়ে।কারণ বরাবরের মতো আপনারা সকলে জানেন samsung এস সিরিজের স্মার্টফোন মানে,এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স এবং সকল কিছুই আকর্ষণীয় লেভেলের।
বর্তমান স্মার্টফোন জগতে জুমের দিক দিয়ে samsung galaxy s23 ও স্মার্টফোনটি টপ রেংকিং নিয়ে রয়েছে।বরাবরের মতো আমরা সকলেই কিন্তু স্যামসাংয়ের এস সিরিজের স্মার্টফোনগুলোর জন্য অধীর আগ্রহে বসে থাকি।তাই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্যামসাং এবার তাদের এক সিরিজের অধীনে আরো একটি দুর্দান্ত ফ্লাক্সিপ স্মার্টফোন লক করতে যাচ্ছে।আর সেটি হচ্ছে samsung galaxy s24 আল্ট্রা স্মার্টফোনটি।
- IPHONE VS SAMSUNG আইফোনকে পেছনে ফেলছে স্যামসাংও!
- স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা প্রাইস ইন বাংলাদেশ
- অ্যান্ড্রয়েড সাম্রাজ্যের রাজা আসছে টাইটেনিয়াম ফ্রেম নিয়ে
- নতুন বছরে আইফোন–স্যামসাং এর নতুন আপডেট
IPHONE VS SAMSUNG আইফোনকে পেছনে ফেলছে স্যামসাংও!
বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি বা টেকজানগুলো মধ্যে চলছে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা।সেই প্রতিযোগিতায় iphone বনাম samsung টেক বাজারে কমন যুদ্ধ।এরই ধারাবাহিকতায় এবার অ্যাপলকে টেক্কা দিতে আরো অত্যাধুনিক ফোন বাজারে আনতেছে প্রতিদ্বন্দ্বী ব্যান্ড স্যামসাঙ।গত ১৭য় জানুয়ারি উন্মোচন করা হয় স২৪ সিরিজের মোবাইল ফোন।
ক্রেতাদের আকর্ষনে যুক্ত করা হয়েছে নতুন ফিউচার।আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক বেশ কিছু ফাংশন।প্রথমবারের মতো লাইভ ফোন কল থেকে ভিন্ন ভাষায় অনুবাদের ফিউচার যুক্ত করা হয়েছে এ মডেলে।এছাড়াও ১৩ টি ভিন্ন ভাষায় অনবাদের সুযোগ মিলবে।গত ৩১ শে জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে এস ২৪ সিরিজের ফোন।দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে।
এটারই প্র লেভেলের দুটি ভার্সন এস ২৪ প্লাস,ও এস টুয়েন্টি ফোর আলটার জন্য।গুনতে হবে যথারীতি ৯৯৯ ও ১২৯৯ ডলার।কম্পিটিশনের রেসে শুধু এই আইনে পড়ে নেই দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।আইফোন টুয়েলভ কে টেকা দিতে পারে এমন স্মার্ট ফোন তৈরি করেছে এ প্রতিষ্ঠানটি।এক্ষেত্রে samsung শীঘ্রই বাজারে আনতে পারে পরবর্তী ফ্ল্যাকশিপ সিরিজের নতুন স্মার্টফোন galaxy s21।
বাজার গবেষকরা বলছেন প্রতিবছর গ্যালাক্সি এস samsung যে নতুন স্মার্ট ফোন ছারে এবারে তার চাইতে আগেই নতুন ফোন বাজারে ছাড়বে।সাধারণত ফেব্রুয়ারি মাসে নতুন galaxy এস সির যের ফোন উদ্বোধন করে samsung।যদিও নতুন ফোন বাজারে ছাড়া নিয়ে samsung এর পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা বাজারে আসেনি।গ্যালাক্সি এস ২৪ আসতে চলেছে খুব শীঘ্রই।১৭ই জানুয়ারি।
আর এ ব্যাপারে মার্কেটে অনেক ইনফরমেশন রিভিল করা হয়েছে।এর মধ্যে কিছু ইনফরমেশন আপনাকে এক্সাইড করবে আবার কিছু ইনফরমেশন আপনাকে হতাশ করবে।চলুন তাহলে কথা বলা যাক s24 সিরিজের ব্যাপারে।এস ২৪ সিরিজের ফোনটি হতে চলেছে এজ এ এই ফোন।যেটাতে আপনার ফোনে এবিলিটি পাবেন ইমেই জেনারেট করার জন্য এবং এক্সটেন্ড করার জন্য ব্যবহার করা হবে এ আই।ধরুন আপনি ফোনে কথা বলতেছেন যার সাথে কথা বলতেছেন সে অন্য ভাষায় কথা বলতেছে।
সেটা রিয়েল টাইম আপনি আপনার ভাষায় শুনতে পাবেন।সেটা টেক্সট মেসেজের মাধ্যমে চলে আসবে।হতে পারে সেটা চ্যাজিপিটি স্টাইলে কোন ফিউচার গ্যালাক্সি এস ২৪ এ পেয়ে যাবেন।যেটা আপনাকে সাহায্য করবে ইমেইল লিখতে ও মেসেজ দেখার জন্য ইউসিংএ আই সাজেশন।মানে এসব এখনো পর্যন্ত গুগলও করতে পারেনি।যেটা স্যামসাং করতে চলেছে।
এরপরে এস24 আল্টাতে পেয়ে যাবেন টাইটানিয়াম ফ্রেম।অভিয়াসলি আইফোন এর মতো অনেক স্ট্রং লাইটার ওপিয়াম ফিল দিবে।লাস্ট ইয়ারের মতন গ্লাসই হবে না যেটা এনামের ছিল স্টেট ম্যাড ফ্রিজ দেওয়া হবে তবে যেটা iphone ১৫ সিরিজে দেখা গেছে।তবে ক্যামেরা থাকতেছে অনেকে ইমপ্রুভমেন্ট।স্পেশালি ভিডিও রেকর্ডিং এ।
সবার প্রথম প্রিভিউতে ৪ কেটে ভিডিও রেকর্ড করতে পারতাম তবে এবার এস ২৪ আলটাতে for time ও যদি জুম করেন তারপরেও ফোরকেতে ভিডিও করতে পারবেন।ধরুন আপনি কোন কনসার্টে গেলেন,এখানে গিয়ে যদি জুম করেও ভিডিও রেকর্ড করেন তারপরেও ফোর কে রেজুলেশন পাবেন।এটা অন্য কোন ফোনে পাওয়া সম্ভব নয়।এছাড়াও আপনি ক্লোজআপ শর্ট এবং ফুল স্ক্রিনশট একসাথে রেকর্ড করতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা প্রাইস ইন বাংলাদেশ
samsung এস সিরিজের স্মার্টফোনগুলোর কথা সোনা মাত্রই আমাদের মাঝে এন্ড্রয়েড ওয়ার্ল্ডের ফ্লাকসিভ লেভেলের স্মার্টফোনের কথা মনে পড়ে।কারণ বরাবরের মতো আপনারা সকলে জানেন samsung এস সিরিজের স্মার্টফোন মানে,এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স এবং সকল কিছুই আকর্ষণীয় লেভেলের।বর্তমান স্মার্টফোন জগতে জুমের দিক দিয়ে samsung galaxy s23 ও স্মার্টফোনটি টপ রেংকিং নিয়ে রয়েছে।
বরাবরের মতো আমরা সকলেই কিন্তু স্যামসাংয়ের এস সিরিজের স্মার্টফোনগুলোর জন্য অধীর আগ্রহে বসে থাকি।তাই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্যামসাং এবার তাদের এক সিরিজের অধীনে আরো একটি দুর্দান্ত ফ্লাক্সিপ স্মার্টফোন লক করতে যাচ্ছে।আর সেটি হচ্ছে samsung galaxy s24 আল্ট্রা স্মার্টফোনটি।প্রথমত যদি ফোনটি হাই লাইটের বিষয় নিয়ে কথা বলি তাহলে ব্যবহার করা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন।কুয়ালকম্ম স্ন্যাপড্রাগন পাওয়ারফল একটি সিবজেক্ট।
সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ।বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি বা টেকজানগুলো মধ্যে চলছে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা।সেই প্রতিযোগিতায় iphone বনাম samsung টেক বাজারে কমন যুদ্ধ।এরই ধারাবাহিকতায় এবার অ্যাপলকে টেক্কা দিতে আরো অত্যাধুনিক ফোন বাজারে আনতেছে প্রতিদ্বন্দ্বী ব্যান্ড স্যামসাঙ।গত ১৭য় জানুয়ারি উন্মোচন করা হয় স২৪ সিরিজের মোবাইল ফোন।ক্রেতাদের আকর্ষনে যুক্ত করা হয়েছে নতুন ফিউচার।
আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক বেশ কিছু ফাংশন।প্রথমবারের মতো লাইভ ফোন কল থেকে ভিন্ন ভাষায় অনুবাদের ফিউচার যুক্ত করা হয়েছে এ মডেলে।এছাড়াও ১৩ টি ভিন্ন ভাষায় অনবাদের সুযোগ মিলবে।গত ৩১ শে জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে এস ২৪ সিরিজের ফোন।দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে।এটারই প্র লেভেলের দুটি ভার্সন এস ২৪ প্লাস,ও এস টুয়েন্টি ফোর আলটার জন্য।গুনতে হবে যথারীতি ৯৯৯ ও ১২৯৯ ডলার।
অ্যান্ড্রয়েড সাম্রাজ্যের রাজা আসছে টাইটেনিয়াম ফ্রেম নিয়ে
আশা করি সকলে অনেক অনেক ভাল রয়েছেন।তো স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই।samsung এবার তাদের চিরশত্রু অ্যাপেলের আইফোন কে কপি করে তাদের ফ্লাকসিপ সিরিজ গ্যালাক্সি এস ২৪ সিরিজে আইফোন এর মত টাইটানিয়াম ফ্রেম আনতে চলেছে।
আবার এমন শোনা যাচ্ছে যে গ্যালাক্সি এস24 সিরিজের মধ্য,শুধুমাত্র এস টুয়েন্টি ফোর আল্ট্রাতে টাইটানিয়াম ফ্রেম দেখা যাবে।তবে এর সত্যতা কতটুকু।খুব শীঘ্রই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজ জমজমাট ভাবে বাজারে উন্মোচন করতে চলতেছে।কিন্তু কবে।তো এই সকল প্রশ্নের ধারাবাহিকত আজকের এই এই আর্টিকেলে।
গ্যালাক্সি এস২৪সিরিজের এ টু জেড ইনফর্মেশন এবং হালকা করে রিভিউ দেওয়ার ট্রাই করবো।আসোয়ার এন্ডার অনুযায়ী samsung তার ২৪ সালের প্রথমদিকে তাদের ফ্লাক্সিপ ফোন samsung galaxy s24 সিরিজের ফোন গুলো লঞ্চ করব বলে আশা করা যায়।samsung তার অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যাপেলকে কপি করে galaxy এস ২৪ সিরিজের টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করতে পারে।
প্রসঙ্গ কয়েক মাস আগে অ্যাপেল আইফোন প্রিভিয়াম গেটের টাইটানিয়াম ফিল্ম ব্যবহার করে লঞ্চ করা হয়েছে।samsung galaxy s20 এর টাইটানিয়াম ফ্রেমের লঞ্চ করা হতে পারে।দক্ষিণ কোরিয়ান ব্যান্ডগুলো গ্যালাক্সি এস সিরিজের ২৪ ফেম বাড়াতে টাইটানিয়াম ব্যবহার করার পরিকল্পনা করতেছে।
নতুন বছরে আইফোন–স্যামসাং এর নতুন আপডেট
নতুন বছর মানেই মুঠো ফোনের ব্যান্ডগুলোর নিত্যনতুন ফিচার।তাহলে জেনে নেওয়া যাক iphone,samsung কি আনতেছে বাজারে।
(১)আসছে কিছু সফটওয়্যার আপডেটের পাশাপাশি আইফোন ১৫।সফটওয়্যার আপডেট আইওয়ে সিক্সটিন পয়েন্ট টু থাকছে কিছু শর্টকাট আইকন।যেখানে ব্যবহারকারীর স্বাচ্ছন্দে আইকন সেট করতে পারেন।সাথে থাকছে ডাটা প্রটেকশন।১৬.৩ বেটা ওয়ান এ থাকছে নতুন ক্লাস ইন হোমবার্ক।পাশাপাশি ম্যাপে থাকলে যে কোন স্থানের ট্রিট করার সুবিধা।আবার থাকছে পছন্দের সিস্টেম পন্ড সেট করার সুবিধা।iphone ১৫ নিয়ে রয়েছে নানান গুঞ্জব।
আশা করা যাচ্ছে সেপ্টেম্বরে বের হতে যাচ্ছে আইফোন ১৫।যেখানে থাকছে ইউএসবি সি চার্জিং পোর্ট।যাতে ব্যবহারকারীদের চার্জ দিতে ব্রেক পেতে না হয়।আইফোনের সাথে এন্ড্রয়েড ব্যবহারকারীর পরিচিতি নাম স্যামসাং।
(২)তাহলে এবার iphone ১৫ pro ম্যাক্সের খেলা শেষ করতে যাচ্ছে স্যামসাং।এবং আনতে যাচ্ছে এস সিরিজের এস ২৪ আল্টা।সম্ভাব্য ডেট কিন্তু ২০২৪ সালের ১৭ জানুয়ারি।এস ২৪ ulta কিভাবে iphone১৫ pro ম্যাক্স এর থেকে বেটার হতে পারে কোন কোন ফিউচার বেশি জোস।এগুলো নিয়ে কিছু স্পেকুলেশন চলে এসেছে।সো এখনো যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স না কিনে থাকেন তাহলে একটু ওয়েট করুন।
আরো পরুনঃজিপিএস এর সুবিধা গুলো কি কি
পুরো আর্টিকেলটি পড়ার পর তারপরে ডিসিশন নিন।গ্যালাক্সি এস ২৪, এস ২৪ প্লাস এস ২৪ আল্ট্রাএই তিনটা ভেরিয়েন্ট আনতে যাচ্ছে স্যামসাং।এনামিনিয়াম প্রেমের জায়গায় দেখা যেতে পারে টাইটরিয়াম ফেম।রুমমেটরে থাকছে যে এস ২৪ আল্টার প্রসেসরে থাকতেছে মেসিক আপডেট স্ন্যাপড্রাগন এইট এর থার্ড জেনারেশন চিপসেস।বলতে পারেন এযাবত কালের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকেরে আর্টিকেল আইফোন ভার্সেস samsung এই দুই ফোন নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আজকের আর্টিকেলে।iphone ১৫ প্রো মেক্স এবং samsung galaxy s24 আল্ট্রা।এই দুই ফোনের মধ্যে কোন ফোন ভালো হবে এ সম্পর্কে আজকের এই আর্টিকেল আলোচনা করা হয়েছে।এবং নতুন বছরে কি কি ফোন আপডেট হতে পারে এ সম্পর্কে আজকের আর্টিকেল আলোচনা করা হয়েছে।
তাই আজকের আর্টিকেল থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিচিত লোকদের সাথে শেয়ার করবেন।যাতে করে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url