গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের

প্রিয় পাঠক আপনারা যারা গুগল ম্যাপ সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু কোথায় জানবেন সেটা খুজে পাচ্ছেন না, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।আজকের এই আর্টিকেলে আমরা জানবো,গুগল ম্যাপে নিজের ঠিকানা কিভাবে যুক্ত করবেন।এবং এ আর্টিকেলে পুরোটাই পড়লে আরো জানতে পারবেন।
গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের
গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করা যায় কিভাবে।এই বিষয়গুলো নিয়ে জানতে হলে,আজকের এই আর্টিকেলটি পুরোটাই আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।তাহলে আশা করি গুগল ম্যাপ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবেন।

ভূমিকা

গ্যারেজে জন্ম নেওয়া গুগল ম্যাপে প্রযুক্তি এখন হাতের মুঠো। বলতে গেলে google ছাড়া প্রযুক্তি বিশ্ব অন্ধ।গুগল ম্যাপ,খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপ। কিন্তু জানেন এটা দিয়ে অন্যজনের লোকেশন ট্র্যাক করা যায়।কিংবা রিয়েল টাইম লোকেশন দেখা যায়। গুগল ম্যাপে কিভাবে অন্যের রিয়েল টাইম লোকেশন দেখবেন।কিংবা অন্যের লোকেশন ট্র্যাক করবেন বা আপনার নিজের লোকেশন শেয়ার করবেন সেটা নিয়ে।
  • কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়
  • মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা
  • গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করবেন যেভাবে
  • গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়

হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম।কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যাই।আপনি কিভাবে মোবাইল নাম্বার দিয়ে আরেকজনের লোকেশন চব্বিশ ঘন্টায় ট্যাগ করতে পারবেন।তাহলে চলুন জেনে নেওয়া যাক।এর জন্য আমাদের যা করতে হবে।

সর্বপ্রথম মোবাইলের লোকেশন টি অন করে দেবো।তারপর সেখান থেকে গুগল ম্যাপে চলে যাব।গুগল
ম্যাপে যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করব।প্রোফাইলে ক্লিক করার পর ওখান থেকে লোকেশন শেয়ারিং এ ক্লিক করব।তারপরে প্লাস আইকনে ক্লিক করার পর নিউ শেয়ার ওইখানে ক্লিক করব।নিউ শেয়ার এ ক্লিক করা পরে দুইটা অপশন আসবে,ওইখান থেকে আমরা Untel You tum this off সিলেক্ট করে দেব।

তার আগে একটা কথা বলে দিই। আপনি যার লোকেশনটা ট্যাগ করবেন তার ফোনে এই অপশনটা সিলেক্ট করতে হবে।তাহলে আপনি দেখতে পাবেন তা ছাড়া দেখতে পাবেন না।সিলেট করার পরে মোর অপশনে চলে আসবে।এখান থেকে যেকোন একটা যেমন মোবাইল নাম্বার ইমেল মেসেঞ্জার ইত্যাদি টাইপ করে সেন্ড করবেন।নাম্বারটা হতে হবে যার নাম্বারটা ট্যাগ করবেন তার।যে ম্যাচটা সেন্ড করলেন ওটা ক্লিক করলেই হয়ে যাবে।

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা

আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফোন নাম্বার দিয়ে আর একজনার নাম পরিচয় বের করা যায়।এর জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে।আপনার প্লে স্টোর থেকে eycon নামে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন।এপ্লিকেশনে ক্লিক করার পরে গেট ইস্টার্ন নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন টা অনেক সুন্দর কাজ করে পার্সোনালি আমাকে খুবই ভালো লাগে অ্যাপ্লিকেশন টা। এপ্লিকেশন টা ক্লিক করার পরে আপনার ফোন নম্বর এবং যে দেশ থেকে দেখবেন সে দেশ সিলেক্ট করে কানেক্ট করে দেন।সিলেক্ট করার পরে একটা নাম লেখার অপশন আসবে সেখানে নাম লিখে দিস ইস মি এখানে ক্লিক করুন।তারপরে set as default করে দেবেন।

তারপর এখানে সার্চ বার চলে আসবে।যার লোকেশান বা পরিচয় জানতে চান এখানে তার নাম্বার দিয়ে সার্চ করবেন।সার্চ করার সাথে সাথে সেই লোকের ছবিসহ নাম চলে আসবে।তারপরে ছবির উপর ক্লিক করার পরে কয়টা অপশন চলে আসবে।তার ফেসবুক ফোন নাম্বার এসএমএস চলে আসবে।এবং এখান থেকে জেনে নিতে পারবেন।

গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করবেন যেভাবে

গ্যারেজে জন্ম নেওয়া গুগল ম্যাপে প্রযুক্তি এখন হাতের মুঠো। বলতে গেলে google ছাড়া প্রযুক্তি বিশ্ব অন্ধ। এখন অপরিচিত কোন জায়গায় যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেওয়া যায় দূরত্ব সময় এবং রোড।তথ্য প্রযুক্তির এই যুগে নিজের ঠিকানাটাও গুগলে যুক্ত করা যাবে এটা কে না চায়।

গুগল ম্যাপের ঠিকানা যুক্ত করার পদ্ধতি এবং জানা-অজানা তথ্য নিয়ে আজকের আর্টিকেল।google লিমিটেড লাইবেরি কোম্পানি ইন্টারনেট ভিত্তিক সেবা ও পণ্যের বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।টেনফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র থাকাকালীন লেরিপিএস ও স্যারগাবিন বিশ্ব প্রযুক্তিতে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর এর আবির্ভাব ঘটায়।

তখন এটি নিয়ন্ত্রণ করা হতো তাদের এক বন্ধুর গ্যারেজ থেকে। সে থেকে তথ্য প্রযুক্তির বিশ্বায়নের যুগে সবার আস্থার জায়গায় এখন গুগল।গুগলের প্রধান সেবা গুগল সার্চ ছাড়াও নতুন পণ্য অধিগ্রহণ ও অংশীদারিত্বের সঙ্গে সঙ্গে কম্পানিটি দ্রুত প্রসার হয়।

উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে গুগল ডক সিটও স্লাইট এছাড়া জিমেইল গুগল ক্যালেন্ডার গুগল ড্রাইভ সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিডিও চ্যাট গুগল ফটোস এবং গুগল ম্যাপ অন্যতম। ম্যাপ এখন অনেকটাই সহজ করে দিয়েছে আমাদের জীবন যাত্রা।মুঠো ফোন থেকে এক চাপেই জেনে নেয়া যায় পথঘাটের অবস্থা।

অপরিচিত যেকোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপে আট থেকে দেখে এবং কিনে নেয়া যায় দূরত্ব সময় ও রোড নম্বর।আপনার সার্চ করা স্থানটির ঠিকানা কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে। যার ফলে খুব সহজেই আপনি সেটি খুঁজে পান।অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে যুক্ত থাকে না।যার কারণে অনেক সময় অসুবিধায় পড়তে হয়।

সেক্ষেত্রে যে কেউ চাইলেই যে কোন অফিস ও দোকান ম্যাপে যুক্ত করতে পারে।এছাড়া নিজেদের ঠিকানা অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাও খুব সহজেই সংযুক্ত করা যায়। গুগল বিশ্লেষকদের দেয়া তথ্য মতে google ম্যাপে ঠিকানা যোগ করার কিছু সহজ পদ্ধতি রয়েছে।যার মধ্যে প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ টির ব্যবহার জানতে হবে।

তবে তার আগ থেকেই অবশ্যই স্মার্টফোনে নিজস্ব গুগল একাউন্ট লগইন করতে হবে। পরে google ম্যাপ এপটি চালু হবার পর কান্ট্রিবিউশন অপশন থেকে ক্লাস আইকনে ক্লিক করতে হবে।তারপরে নামের ঘরে অফিস প্রতিষ্ঠান এবং বাড়ি যে স্থানটি সংযুক্ত করতে চান সে নামটি টাইপ করে দিন। এরপর নিজের ক্যাটাগরি থেকে ধরন সিলেক্ট করতে হবে।

যেমন দোকান যুক্ত করতে চাইলে স্টোর অপশন।অথবা বাড়ি যুক্ত করতে চাইলে হাউস অপশনে ক্লিক করতে হবে।এর পরের ধাপ হচ্ছে সেই লোকেশন এর ছবি মোবাইল নম্বর বন্ধ এবং খোলার সময় এড করা।এগুলো যুক্ত করার জন্য নিচে ক্লিক করতে হবে।তথ্যগুলো পূরণ করে সেফ অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ কাজ শেষ হবে।

সবশেষে লোকেশনটি গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করার জন্য উপরে থাকা সেন্ট আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এটি তাৎক্ষণিক বা কয়েক দিন সময় লাগতে পারে।

গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের

গুগল ম্যাপ,খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপ।কিন্তু জানেন এটা দিয়ে অন্যজনের লোকেশন ট্র্যাক করা যায়।কিংবা রিয়েল টাইম লোকেশন দেখা যায়।যেটা নিয়ে কথা হচ্ছিল গুগল ম্যাপে কিভাবে অন্যের রিয়েল টাইম লোকেশন দেখবেন।কিংবা অন্যের লোকেশন ট্র্যাক করবেন বা আপনার নিজের লোকেশন শেয়ার করবেন সেটা নিয়ে।

এখন আমরা বেশিরভাগই স্মার্ট ফোন ইউজার এবং এর সাথে নেট কানেকশনও ব্যবহার করি।সো গুগল ম্যাপের এই অপশনটা জানা থাকলে কিন্তু উপকৃত হবেন। আপনার মনে হল যে আচ্ছা আপনার বাবা বাসায় আছেন নাকি বাইরে গিয়েছেন এটা আপনি দেখতে চাচ্ছেন। চেক করে দেখে নিতে পারন।কার হাজবেন্ড ওয়াইফ ছেলে-মেয়ে কিংবা বন্ধু-বান্ধব কে কোথায় আছে আপনার কিন্তু ইজিলি চট করে এই গুগল ম্যাপ ইউজ করে মানে লোকেশন শেয়ারিং এটা ইউজ করে দেখে নিতে পারেন।

আর এটার জন্য যেটা লাগবে সেটা আছে তাদের মোবাইল গুলো নেট কানেক্টেড থাকতে হবে।আর এটা করতে গেলে প্রথমেই আপনাদের জানতে হবে গুগল ম্যাপের লোকেশন শেয়ারিং এর ব্যাপারে।এখন বলতে গেলে ৯৫% স্মার্টফোনি হচ্ছে অ্যান্ড্রয়েড।আর অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের সাথে ডিরেক্টলি লিংক।বলতে পারেন অ্যান্ড্রয়েড google দিয়ে একটা পার্ট।

অনেকেই জানেন যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে গেলে একটা জিমেইল একাউন্ট দিয়ে লগইন করে রাখতে হয়।কারণ এই gmail দিয়ে login না থাকলে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে কোন অ্যাপস ডাউনলোড করতে পারবেন না।কিংবা অ্যান্ড্রয়েডের যে আদার্স ফিচারসগুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন না।

এখন খেয়াল করলে দেখবেন যে আপনার মোবাইলে যে গুগল ম্যাপটা আছে ওটাও কিন্তু আপনার ওই জিমেইল দিয়েই লগইন করা থাকে।আর যদি আপনি আইফোন ইউজার হন তাহলে অ্যাপস স্টোর থেকে গুগল ম্যাপ অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর জিমেইল একাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে।

আর এই লোকেশন শেয়ারিং কিভাবে ইউজ করবেন কিংবা আরেকজনের লোকেশন কিভাবে ট্র্যাক করবেন সেটা জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে।প্রথমে আপনাকে মোবাইলের গুগল ম্যাপ ওপেন করতে হবে।ওপরে ডান পাশের প্রোফাইল পিকে ট্যাগ করলে কিছু অপশন আসবে। তার মধ্যে একটা পাবেন লোকেশন শেয়ারিং।

ওখানে ট্যাগ করলে যে স্কিন ওপেন হবে সেটা নিচে অপশন পাবেন শেয়ার লোকেশন। রিয়েল টাইম লোকেশন। আর এটার নিচেই পাবেন কতক্ষণের জন্য শেয়ার করতে চাচ্ছেন। এখানে আছে ফর ওয়ান আওয়ার, অথবা উন্তিল এউ টারম দিস অফ।মানে যতক্ষণ আমি অফ না করব ততক্ষণ আমার লোকেশন শেয়ার হবে।আমি আন্টি নিউড ট্রানজি অফ সিলেক্ট করে নিলাম।

এখন নিচে আপনার ফোন বুক থেকে সাজেশন দেখাবে আপনি কার সাথে শেয়ারিং করতে যাচ্ছেন।একদম ডানদিকে আসলে পাবেন থ্রি ডট মেন।মোর লিখা আছে ওটাতে ট্যাগ করলেও ফোন বুকের কিছু সাজেশন দেখবেন।আপনি যার লোকেশনটা ট্যাগ করবেন তার ফোনে এই অপশনটা সিলেক্ট করতে হবে।তাহলে আপনি দেখতে পাবেন তা ছাড়া দেখতে পাবেন না।

সিলেট করার পরে মোর অপশনে চলে আসবে।এখান থেকে যেকোন একটা যেমন মোবাইল নাম্বার ইমেল মেসেঞ্জার ইত্যাদি টাইপ করে সেন্ড করবেন।নাম্বারটা হতে হবে যার নাম্বারটা ট্যাগ করবেন তার।যে ম্যাচটা সেন্ড করলেন ওটা ক্লিক করলেই হয়ে যাবে।

লেখক এর মন্তব্য

হ্যালো বন্ধুরা, আজকের এই আর্টিকেল থেকে আমরা জানতে পারলাম,কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়।এবং গুগল ম্যাপে কিভাবে নিজের ঠিকানা যুক্ত করা যায়।এই বিষয় নিয়ে, যদি আজকের এই আলোচ্য বিষয়গুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত লোকদের সাথে শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url